This Article is From Feb 12, 2020

আপের প্রশংসা করায় চিদাম্বরমকে কটাক্ষ প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের

Delhi Election Result 2020: দিল্লি নির্বাচনে কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি। কেবল তাই-ই নয়, ৬৩টি কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীদের।

আপের প্রশংসা করায় চিদাম্বরমকে কটাক্ষ প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের

কেবল চিদাম্বরমই নন, আরও অনেক কংগ্রেস নেতারাই বিজেপির হারে স্বস্তি পেয়েছেন।

হাইলাইটস

  • আপের প্রশংসা করে টুইট পি চিদাম্বরমের
  • তাঁকে কটাক্ষ করলেন শর্মিষ্ঠা মুখাপাধ্যায়
  • এবারের নির্বাচনে কংগ্রেস একটিও আসনে জয় পায়নি
নয়াদিল্লি:

দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Election 2020) আম আদমি পার্টির বিরাট জয়ের পর কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল। দিল্লি নির্বাচনে এই পরপর দু'বার আসনসংখ্যায় শূন্যতে শেষ করল কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) টুইট করে বিজেপিকে হারানোর জন্য ‘স্যালুট' করলেন দিল্লির নাগরিকদের। আর সেই টুইটের পর তাঁকে কটাক্ষ করলেন তাঁরই দলের মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)। এবারের নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২টিতেই জয়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি আসন। ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর টানা দিল্লিতে রাজত্ব করা কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি। কেবল তাই-ই নয়, ৬৩টি কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীদের।

Delhi Results: দিল্লি নির্বাচনে আপের ৮ মহিলা প্রার্থীয় জয় জয়কার

প্রসঙ্গত, এর মধ্যে এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা ও রাহুল গান্ধি প্রচারে এসেছিলেন।

চিদাম্বরম টুইট করে লেখেন, ‘‘আপ জিতেছে। মিথ্যে ও তর্জন-গর্জন হেরেছে। দিল্লির মানুষরা, যাঁরা সারা ভারত থেকে এসেছেন, তাঁরা বিজেপির মেরুকরণ, বৈষম্য ও ভয়ঙ্কর অ্যাজেন্ডাগুলিকে হারিয়ে দিয়েছে। আমি দিল্লির নাগরিকদের স্যালুট করি, যাঁরা ২০২১ ও ২০২২ সাল যে সব রাজ্যে নির্বাচন হবে তাদের জন্য দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন।''

নির্বাচন পরবর্তী হিংসা! আপ বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি, নিহত স্বেচ্ছাসেবক

কেবল চিদাম্বরমই নন, আরও অনেক কংগ্রেস নেতারাই বিজেপির হারে স্বস্তি পেয়েছেন।

এরই মধ্যে দলীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় চিদম্বরমের টুইটকে কটাক্ষ করে একাধিক টুইট করে নিজের দলের সমালোচনায় মুখর হয়েছেন।

শর্মিষ্ঠা টুইট করে চিদাম্বরমের উদ্দেশে লেখেন, ‘‘যথাযথ সম্মান সহ বলি স্যার, কেবল জানতে চাইছি কংগ্রেস কি বিজেপিকে হারানোর দায়িত্ব আউটসোর্স করেছে রাজ্যের দলগুলিকে? যদি তা না হয়, তাহলে কেন আমরা আপের জয়ে উল্লসিত হচ্ছি নিজেদের ভরাডুবিতে সচেতন না হয়ে? আর যদি ‘হ্যাঁ' হয়, তাহলে আমরা (রাজ্য কংগ্রেস সংগঠন) বোধহয় বন্ধ হয়ে গিয়েছে!''

কেবল একটি টুইটই নয়, আরও টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শর্মিষ্ঠা।

তিনি লেখেন, ‘‘আমরা আবারও বিপর্যস্ত দিল্লিতে। অনেক আত্মসমীক্ষা হয়েছে। এবার কাজ করতে হবে।'' তিনি আরও জানান, ‘‘সিস্টেমের অংশ হিসেবে আমিও আমার দায় স্বীকার করছি।''

তিনি প্রশ্ন তোলেন, ‘‘বিজেপি বৈষম্যমূলক রাজনীতি করছে, কেজরিওয়াল স্মার্ট রাজনীতি করছে এবং আমরা কী করছি?''

প্রসঙ্গত, শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা।

গত কেন্দ্রীয় নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২২.৫ শতাংশ ভোট। দিল্লিতে তা নেমে এসেছে ৪.২৬ শতাংশে। এটাই কোনও বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সবচেয়ে খারাপ ফলাফল। 

.