Read in English
This Article is From Feb 11, 2020

Election Results Live Updates: বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আপ

Delhi Assembly Election Results 2020 Updates:শনিবার ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ। এগজিট পোলের হিসেব বলছে, ২০১৫ সালের পর এবারও ক্ষমতায় প্রত্যাবর্তন করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি সরকার

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Delhi Assembly Election Results 2020: অরবিন্দ কেজরিওয়াল হ্যাটট্রিক কি?

Highlights

  • দিল্লির মসনদে আপ নাকি বিজেপি? জানা যাবে মঙ্গলবার
  • শনিবার ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ
  • এগজিট পোলের দাবি, আগের বারের থেকে ভাল ফল করবে বিজেপি
নিউ দিল্লি :

দিল্লি বিধানসভা নির্বাচনে এবারও মুখ্যমন্ত্রী পদে ফের ফিরে আসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল, তবে ২০১৫ থেকে কমতে চলেছে তাদের আসন। নিউদিল্লি আসনে নিশ্চিত জয় পেতে চলেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, নিজের কেন্দ্রে লড়াই চালিয়ে যাচ্ছেন মনীশ সিসোদিয়া। বিজেপির রবীন্দ্র সিং নেগির থেকে ৩,০০০ ভোটে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী মনীশ সিসোদিয়া। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অরবিন্দ সিং লাভলি এবং অলকা  লাম্বা। ৫৮টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, ২০১৫ সালের জেতা অন্তত ২০টি আসনে পিছিয়ে রয়েছে দিল্লির শাসকদল।  ১২টি আসনে বিজেপির জয় হবে বলে আশা করা হচ্ছে।

এগিয়ে থাকা হেভিওয়েটদের তালিকা. রয়েছেন আপের রাখি বিড়লা, রাঘব চাড্ডা, সত্যেন্দ্র জৈন এবং কপিল মিশ্র, আপ ত্যাগ করে বিজেপিতে নাম লেখান কপিল মিশ্র।

এক্জিট পোল ইঙ্গিত দিয়েছিল এবারও ক্ষমতায় আসবে আপ,  তবে ভাল ফল করতে পারে বিজেপি।

এবারের নির্বাচনের প্রচারে ব্যাপকভাবে মেরুকরণ হয়  এবং বিতর্কিত অনেক কথা বলতেও শোনা যায়।

শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ ও জল সস্তা করার মতো কাজগুলির সুফল ঘরে তোলার ব্যাপারে আশাবাদী আপ। বিজেপির প্রচারে করেছিলেন ৭০ জন কেন্দ্রীয়মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের ২৭০ জন সাংসদ ও মুখ্যমন্ত্রী, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ প্রচারে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে ওঠে।

এখানে দেখুন লাইভ আপডেট: দিল্লি নির্বাচন ২০২০

Feb 11, 2020 19:11 (IST)

Delhi Elections 2020:প্রধানমন্ত্রীর ট্যুইটের পর জবাব অরবিন্দ কেজরিওয়ালের


Feb 11, 2020 18:48 (IST)

জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন রাহুল গান্ধির


Feb 11, 2020 18:47 (IST)

জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির


Feb 11, 2020 17:45 (IST)
Feb 11, 2020 17:45 (IST)
Advertisement
Feb 11, 2020 17:09 (IST)

আমরা আগে শূন্য ছিলাম, এখনও আছি, ফলে এটা বিজেপির পরাজয়, আমাদের নয়: কংগ্রেস নেতা


Feb 11, 2020 17:08 (IST)

আমরা ঘৃণার রাজনীতি করি না, সবকা সাথ, সবকা বিকাশে বিশ্বাসী আমরা: মনোজ তিওয়ারি

Feb 11, 2020 15:56 (IST)
Feb 11, 2020 15:56 (IST)

দিল্লিতে নতুন ঘরানার রাজনীতি: অরবিন্দ কেজরিওয়াল

আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে দিল্লিবাসীকে ধন্যবাদ জানাই, যেতৃতীয়বার তারা তাঁদের ঘরের ছেলের ওপর বিশ্বাস রেখেছেন

এই জয় দিল্লিবাসীর জয়, যাঁরা আমায় তাঁদের সন্তান ভেবেছেন এবং আমাদের ব্যাপক জয় উপহার দিয়েছেন

যে সমস্ত পরিবার ২৪ ঘন্টা জয় পায়, এই জয় তাদের

যারা সস্তায় চিকিৎসা পায়, এই জয়ের তাদের


Feb 11, 2020 15:31 (IST)
Feb 11, 2020 15:31 (IST)

"জনতাই জনার্দন", আপের জয় নিয়ে বললেন নীতীশ কুমার

Feb 11, 2020 15:30 (IST)
Feb 11, 2020 14:48 (IST)
Feb 11, 2020 14:47 (IST)

Delhi Results:দিল্লির মানুষকে আপ কে ঐতিহাসিক জয় দিতে চলেছে, বললেন সঞ্জয় সিং

বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে বড় জয় দিতে চলেছেন দিল্লির মানুষ, বললেন দলের নেতা এবং সাংসদ সঞ্জয় সিং

তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আমি পার্টিকে বড় জয় দিতে চলেছেন দিল্লিবাসী। মানুষ  প্রমাণ করে দিয়েছে,  দেশের রাজধানীর প্রত্যেকজনের ঘরের ছেলে অরবিন্দ কেজরিওয়াল"।


Feb 11, 2020 14:43 (IST)
Feb 11, 2020 13:52 (IST)
Election Results: পূর্ব দিল্লিতে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ

পূর্ব দিল্লি কেন্দ্রে বিজেপি কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আম আদমি পার্টিকে। ন'রাউন্ডের গণনার শেষে দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া পিছিয়ে পড়েছেন ১,২০০ ভোটে।
Feb 11, 2020 13:49 (IST)
Delhi Election Result: হিন্দু-মুসলিম ভোট ভাগ হয়ে গিয়েছে, পিছিয়ে পড়ার পর জানালেন অলকা লাম্বা

হিন্দু ও মুসলিম ভোট বিভক্ত হয়ে গিয়েছে বলে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা দাবি করলেন। তিনি চাঁদন‌ি চকে পিছিয়ে রয়েছেন। তিনি হিন্দিতে টুইট করে জানান, ''আমি ফলাফলটা গ্রহণ করছি। কিন্তু হাল ছাড়ছি না। হিন্দু-মুসলিম ভোট সম্পূর্ণ বিভক্ত হয়ে গিয়েছে। কংগ্রেস পার্টিকে এবার নতুন করে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে নতুন মুখদের নিয়ে। এবং দিল্লির মানুষের জন্যও দীর্ঘ লড়াই। যদি আপনি আজ লড়াই করেন, কাল জিতবেন।'' নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, মাত্র ১,২৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেত্রী। শীর্ষে রয়েছেন আপের প্রহ্লাদ সিংহ। 
Feb 11, 2020 13:42 (IST)
ভোটারদের দেওয়া বার্তা গ্রহণ করছি à¦†à¦®à¦°à¦¾: রণদীপ সুরযেওয়ালা


রণদীপ সুরযেওয়ালা জানালেন, ''জনাদেশ কংগ্রেসের বিরুদ্ধে। আমরা সেই জনাদেশ গ্রহণ করছি। কংগ্রেসকে আরও শক্তিশালী হতে হবে। কংগ্রেস নেতারা অনেক পরিশ্রম করেছিলেন। আমরা তাঁদের ধন্যবাদ জানাই পরিশ্রমের জন্য।''
Feb 11, 2020 13:37 (IST)
Feb 11, 2020 13:37 (IST)



Advertisement