সম্প্রতি একনাগাড়ে বিজেপি বিরোধী মন্তব্য করায় এবং দল বিরোধী কাজের অভিযোগে একদা ঘনিষ্ঠ প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেন নীতিশ কুমার।
হাইলাইটস
- "জনতাই মালিক", দিল্লি বিধানসভার ফল বিশ্লেষণ এই তিন শব্দে করলেন নীতিশ
- ওই ভোটে তিনটি আসনে প্রার্থী দিয়েছিল জেডিইউ
- নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ শানিয়েছিলেন তিনি
নয়া দিল্লি: পটনায় দীন দয়াল উপাধ্যায় স্মরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতিশ কুমার। সেই অনুষ্ঠানের শেষে তাঁকে দিল্লি ভোটের ফল (Delhi Election Result 2020) নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মঙ্গলবার নীতিশ কুমারের (Nitish Kumar) তিন শব্দের জবাব' "জনতাই আসল মালিক।" মাথায় হাত ঠেকিয়ে এমন প্রত্যুত্তর (People is Supreme) দিয়ে সভাস্থল ছাড়েন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিহার বিজেপির পরিচিত মুখ সুশীল মোদিও। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্যকে দিল্লির ভোট প্রচারে নামিয়েছিলে গেরুয়া শিবির। সে রাজ্য ঘুরে ঘুরে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। উত্তরপ্রদেশ থেকে ভোট প্রচারে আনা হয়েছিল সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তারপরেই ১০-এর নীচে বিজেপির আসন সংখ্যা। ফলে মঙ্গলবার নীতিশ কুমারের করা মন্তব্যে খুব একটা স্বস্তিতে নেই বিজেপি, দাবি বিশ্লেষকদের।
"আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেও মানুষের মন পাইনি;" দিল্লির ট্রেন্ড দেখে দাবি Gautam Gambhir-এর
জানা গেছে, ৭০টি আসনের মধ্যে ৩টি আসনে লড়েছে নীতিশ কুমারের জেডিইউ। এনডিে শরিক হিসেবে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এমনকি খোদ ৩টি আসনে প্রচার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। যে তালিকায় নিজের দলের দুটি আসনও ছিল। তারপরেও খালি হাতে ফিরতে হয়েছে এনডিএ শরিক জেডিইউকে। এদিকে দিল্লি ভোটের প্রচারে বেড়েছিল উত্তেজনা। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কটাক্ষ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, উনি কেবল বিনামূল্যে বিতরণ করেন। প্রকৃত উন্নয়ন করেন না। সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের দায়ে জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেছেন নীতিশ কুমার। এই প্রশান্ত কিশোর দাবি করে এসেছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির চেয়ে অনেক বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জেডিইউ। এদিনের ফল প্রশান্ত কিশোরের সেই দাবিকে উসকে দিল, জানিয়েছে ওয়াকিবহাল মহল।
Delhi Election Result: "আম আদমি"র জয় জয়কার, জিতলেন মণীশ সিসোদিয়া
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ফলে দরাদরির জায়গা খুলে গেল জেডিইউয়ের কাছে। এবার আসন সমঝোতা নিয়ে অনেক বেশি দরাদরি করতে পারবেন নীতিশ কুমার। এমনটাই জেডিইউ সূত্রে খবর।