Read in English
This Article is From Jan 21, 2020

অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির ভরসা শেষ মুহূর্তের বাছাই সুনীল যাদবই 

জানা যাচ্ছে, সুনীল নাকি জেপি নাড্ডাকে বলেন, এই কেন্দ্র থেকে দাঁড়ানোর পর হেরে গেলে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

অরবিন্দ কেজরিওয়ালের বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে তরুণ আইনজীবী সুনীল যাদবের (Sunil Yadav) নাম।

নয়াদিল্লি:

দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিপরীতে নয়াদিল্লি কেন্দ্র থেকে বিজেপি (BJP) প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে তরুণ আইনজীবী সুনীল যাদবের (Sunil Yadav) নাম। মঙ্গলবার সকালে শোনা গিয়েছিল, হাই প্রোফাইল আপ নেতার বিরুদ্ধে দাঁড়াতে হওয়ায় বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন সুনীল। এবং তিনি দলের কাছে আর্জি জানিয়েছেন, তাঁকে ওই কেন্দ্র থেকে সরিয়ে অন্য কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হোক। সোমবার গভীর রাতে প্রকাশিত বিজেপির দ্বিতীয় দফার নির্বাচনী তালিকায় সুনীল যাদবের নাম জানা যায়। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। সূত্রানুসারে, বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন সুনীল।

মনোনয়ন জমা দিতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা অরবিন্দ কেজরিওয়ালের

জানা যাচ্ছে, সুনীল নাকি জেপি নাড্ডাকে বলেন, এই কেন্দ্র থেকে দাঁড়ানোর পর হেরে গেলে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু বিজেপি সভাপতি জানিয়ে দেন, সুনীলের কেন্দ্র বদলানো হবে না। তাঁকে ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

Advertisement

যদিও পরে সুনীল যাদব অন্য কেন্দ্র থেকে দাঁড়াতে চাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দেন। NDTV-কে তিনি বলেন, ‘‘কেজরিওয়ালও কি হাই প্রোফাইল ছিলেন যখন উনি শীলা দীক্ষিতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন?''

৪ সপ্তাহের নিষেধাজ্ঞার নির্দেশের পর অবশেষে দিল্লি প্রবেশের অনুমতি চন্দ্রশেখর আজাদকে 

Advertisement

সুনীল দাবি করেন, তিনি দলকে জানিয়ে দিয়েছেন, কেজরিওয়ালকে তিনি হারাবেনই। অন্যথায় আর কখনও ভোটে দাঁড়াবেন না। 

তিনি বলেন, ‘‘বিজেপি আমাকে বেছেছে, কারণ আমি স্থানীয়। মানুষ আমাকে তাঁদের নিজেদের ‌লোক বলে মনে করেন। এটা স্থানীয় বনাম বহিরাগতর লড়াই।''

Advertisement

তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাহলে তিনি সকালে এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি কেন? উত্তরে সুনীল জানান, ‘‘আমি টিকিট পাই রাত দু'টোর সময়। সংবাদমাধ্যমই বলেছিল আমার কেন্দ্র বদলে দেওয়া হয়েছে।''

Advertisement