This Article is From Apr 07, 2019

খিদের জ্বালায় মেয়ে কাঁদলে মুখে মদ ঢেলে দেন বাবা, তিন বছরের শিশুকে উদ্ধার করল মহিলা কমিশন

ওই শিশুটির পড়শিদের অভিযোগ, মেয়ে কাঁদলে তার বাবা নিয়মিত শিশুটিকে খাবারের বদলে বোতলে মদ ভরে খাইয়ে দিতেন।

খিদের জ্বালায় মেয়ে কাঁদলে মুখে মদ ঢেলে দেন বাবা, তিন বছরের শিশুকে উদ্ধার করল মহিলা কমিশন

তিন বছরের একটি মেয়েকে উদ্ধার করল মহিলা কমিশন

হাইলাইটস

  • তিন বছরের একচি মেয়েকে উদ্ধার করল দিল্লির মহিলা কমিশন
  • অভিযোগ শিশুটির পিতা তাকে খিদে পেলে মদ খাওয়াতেন
  • শিশুটির শরীরে ইনফেকশন হয়ে গিয়েছে
নিউ দিল্লি:

একটি তিন বছরের মেয়েকে উদ্ধার (rescued a three-year-old girl) করল দিল্লির মহিলা কমিশন (The Delhi Commission For Women)। অভিযোগ, মেয়েটির মাদকাসক্ত পিতা তাকে প্রবলভাবে অবহেলা করেছেন। যখন উদ্ধারকারীরা শিশুটির বাড়িতে পৌঁছন তখন শিশুটি প্রস্রাব-পায়খানা, ঘাম ও বমিতে মাখামাখি হয়ে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে ছিল। শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানান, নোংরা ডায়পার এবং পরিচ্ছন্নতার অভাবে শিশুদের গোপনাঙ্গে ভয়ানক ইনফেকশন হয়ে গিয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার সহ রাজ্য পুলিশের চার অফিসারকে বদলি করে দিল কমিশন

ওই শিশুটির পড়শিদের অভিযোগ, মেয়ে কাঁদলে তার বাবা নিয়মিত শিশুটিকে খাবারের বদলে বোতলে মদ ভরে খাইয়ে দিতেন।

১৮১ হেল্পলাইনে নম্বরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘটনাটির সম্পর্কে অভিযোগ জানিয়ে ফোন করেন। সেই ফোন পেয়ে দিল্লির মহিলা কমিশন শুক্রবার প্রেম নগর এলাকা থেকে ওই তিন বছরের মেয়েটিকে উদ্ধার করে বলে আধিকারিকেরা জানিয়েছেন। যিনি ফোন করেছিলেন তিনি জানিয়েছিলেন, শেষ তিন দিনে শিশুটির বাবা তাকে মদ ছাড়া কিছুই খেতে দেয়নি।

.