নিউ দিল্লী:
দিল্লী হাইকোর্ট আম আদমি পার্টির সরকারের কাছে জানতে চেয়েছে, কার অনুমোদন সাপেক্ষে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং তাঁর দলের নেতারা লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়ে ধর্নায় বসেছিলেন। উল্লেখ যোগ্য বিষয় হল যেকোনো ধর্না অফিসের বাইরে দেওয়া হয়, ভেতরে নয়।
দুটি আবেদন পত্রের ভিত্তিতে বিচারপতি এ কে চাওলা এবং নাভিন চাওলার একটি বেঞ্চ বিষয়টি নিয়ে শুনানি করেন।একটা আবেদন পত্র এসেছিল আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল এবং অপরটি এসেছিল দিল্লী সরকারের আইএএস অফিসারের পক্ষ থেকে।
''কার অনুমোদন সাপেক্ষে এই ধর্না চলছে (যা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল)? আপনারা লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়ের ভেতরে বসে আছেন।এটা যদি ধর্নাই হয় তাহলে তা কার্যালয়ের বাইরে হয় উচিত ছিল,'' কোর্টের পক্ষ থেকে দিল্লী সরকারকে জানানো হয়েছে।
এই দুটি আবেদন পত্র ছাড়াও, দিল্লী বিধানসভার বিরোধী দলের নেতা বিজেন্দ্র গুপ্তা এই ধর্নার বিরোধিতা জানিয়ে একটি মামলা দায়ের করেছিলেন। জানা যাচ্ছে, 22 শে জুন বিষয়টির শুনানি হবে।আদালত জানিয়েছে যে, এই বিষয় নিয়ে আইএএস অফিসারদের প্রতিনিধিত্বকারী সংস্থার একটি দল গঠন করা উচিত।