This Article is From Mar 05, 2019

নির্যাতনের দায়ে অভিযুক্তদের গাছ পোঁতার শাস্তি দিল দিল্লি হাইকোর্ট

অবৈধভাবে একটি বাচ্চা মেয়েকে নিজেদের কাছে আটকে রাখা, তার ওপর অকথ্য অত্যাচার করা ও গৃহকর্মের জন্য তাকে কোনও পয়সা না দেওয়ার এক অভিনয় শাস্তি দিল দিল্লি হাইকোর্ট মঙ্গলবার দুই অভিযুক্তকে।

নির্যাতনের দায়ে অভিযুক্তদের গাছ পোঁতার শাস্তি দিল দিল্লি হাইকোর্ট

পর্ণমোদী প্রকৃতির বৃক্ষরোপণ করতে হবে, জানাল আদালত(Delhi High Court)

নিউ দিল্লি:

অবৈধভাবে একটি বাচ্চা মেয়েকে নিজেদের কাছে আটকে রাখা, তার ওপর অকথ্য অত্যাচার করা ও গৃহকর্মের জন্য তাকে কোনও পয়সা না দেওয়ার এক অভিনয় শাস্তি দিল দিল্লি হাইকোর্ট(Delhi High Court) মঙ্গলবার দুই অভিযুক্তকে। অবিলম্বে ওই নাবালিকাকে দেড় লক্ষ টাকা দিতে হবে তাদের। এবং, ৫০'টি গাছ পুঁততে হবে। বিচারপতি নাজমি ওয়াজিরি জানান, বাদী ও বিবাদী- দুই পক্ষই এই রায় মেনে নিয়েছে।  অভিযুক্ত শিশুসুরক্ষা আইনের আওতায় থাকা নাবালক অধিকার আইনে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার পর এই রায় দেওয়া হল।  আদালত জানিয়েছে, যে যে বৃক্ষগুলি পুঁততে হবে, সেগুলি পর্ণমোচী প্রকৃতির হতে হবে। এবং, তাদের বয়স হতে হবে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে।

এই রায়টি অভিযুক্তরা মানছে কি না যথাযথভাবে, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে অরণ্যের সহকারি সংরক্ষণকারী (দক্ষিণ)-কে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.