আদালত সাফ জানিয়ে দিল শুনানির পরবর্তী দিন যে দিন ধার্য করা হয়েছিল, ওইদিনেই হবে শুনানি।
নিউ দিল্লি: জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ডের আবেদন নিয়ে আগাম শুনানির আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টের কাছে। সেই আবেদন শুক্রবার খারিজ করে দিল আদালত। আদালত সাফ জানিয়ে দিল শুনানির পরবর্তী দিন যে দিন ধার্য করা হয়েছিল, ওইদিনেই হবে শুনানি। অর্থাৎ, ১৯ ফেব্রুয়ারি। ২০১৮ সালের অক্টোবর মাসে জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ডের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল উচ্ছেদের নোটিসকে। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে গিয়ে মামলাটির শুনানির দিন এগিয়ে আনার আবেদন করেছিল কেন্দ্র। কেন্দ্রের কথায়, হাইকোর্টের স্থগিতাদেশের ফলে সম্পত্তি নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই কারণে যত শীঘ্র সম্ভব এই মামলা সংক্রান্ত শুনানিটা হয়ে যাওয়া উচিত বলে মনে করে কেন্দ্র।
এর আগে ওই ভবনটি খালি করে দেওয়ার ব্যাপারে যে নোটিস জারি করা হয়েছিল, তাতেও স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট।
দেশের ১৫ কোটি মানুষ ও তাদের পরিবার সরাসরি সুবিধা পাবে এই প্রকল্প থেকেঃ নরেন্দ্র মোদী
প্রসঙ্গত, দিল্লির জওহরলাল নেহরু মেমোরিয়াল কমপ্লেক্সের গায়ে ‘হাত' না দেওয়ার অনুরোধ জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি কড়া চিঠি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। অন্তত ইতিহাস ও ঐতিহ্যের কথা মাথায় রেখেই যে ওই ভবনটির কোনওরওকম স্থানান্তর ঘটা উচিত নয়, চিঠিতে সেই কথাও উল্লেখ করেন মনমোহন। ওই চিঠিটিতে তিনি লেখেন, “জওহরলাল নেহরু কেবলমাত্র কংগ্রেসের নয়, তিনি গোটা দেশের”। বর্তমান সরকার একটি জাদুঘর বানানোর পরিকল্পনা করেছে। সেই জাদুঘরটির বিষয় দেশের সব প্রধানমন্ত্রী। তাঁদের ওপর ভিত্তি করেই তৈরি হবে এটি। নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি রয়েছে যেখানে, সেই তিনমূর্তি কমপ্লেক্সেই এই জাদুঘর বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)