সাপটা ওই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
বিমানে সাপ- ভুলে জান সে কথা। পাইথনের পছন্দের বাহন এখন স্কুটার। বর্ষার মরশুম উপভোগ করার পাশাপাশি চারদিকে বিভিন্ন আজব ঘটনার সাক্ষী হচ্ছে দিল্লীবাসী। এক সপ্তাহ আগেই চার ফুট লম্বা তক্ষকের দেখা পায় শহরবাসী। আর এবার এক ব্যক্তি নিজের স্কুটারে একটা পাইথনকে গুটিয়ে থাকতে দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ প্রাণীকল্যাণ এনজিও, ওয়াইল্ডলাইফ SOS-এর কাছে সাহায্য চেয়ে ফোন করেন।
পরশু সন্ধ্যেবেলা আয়া নগর ফেজ- 5-এর বাসিন্দা কিরণ কুমার নিজের স্কুটারে একটা সাপ খুঁজে পান। “আমার স্কুটারের ডেকে একটা সাপ গুটিয়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে যাই”, ওয়াইল্ডলাইফ SOS-কে তিনি জানান। “আমরা শহরের বাইরের দিকে থাকায় কাছাকাছি অনেক জঙ্গল রয়েছে। ফলে প্রায়ই আমাদের এই অঞ্চলে সাপ দেখা যায়”, জানান তিনি।
তিনি এনজিও-কে ফোন করেন। এনজিও-র উদ্ধারকারী দলের সদস্যদের মতে চার ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথনটা সম্ভবত বর্ষার থেকে বাঁচতেই স্কুটারে আশ্রয় নিয়েছিল। কিন্তু শেষমেশ ওই অঞ্চলের মানুষদের ভয় পাইয়ে দেয়।
এনজিও-র সদস্যরা সাপটা সরিয়ে ফেলতে সক্ষম হয়। পরবর্তীকালে সাপটা জঙ্গলে ছেড়ে দেন তাঁরা।
ইন্ডিয়ান রক পাইথন বিষবিহীন, তবে কামড়ে ক্ষত তৈরি করতে পারে।
গত মাসে এই এনজিও একটা আট ফুট লম্বা পাইথন ও তিন ফুট লম্বা কোবরা দিল্লীর দুই ভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করেছিল।
Click for more
trending news