করোনা ভাইরাস (CoronaVirus) যত ধীরে ধীরে ভারতে ছড়িয়ে পড়ছে ততই আতঙ্ক ছড়াচ্ছে দেশে। মাস্ক পরে, সারা শরীর ঢেকে সবাই রাস্তায় বেরোচ্ছেন রোগ ঠেকাতে। অযথা গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হচ্ছে সরকার থেকে। পাশাপাশি, আতঙ্ক নিয়ে সোশ্যালে ছড়াচ্ছে মিমও। তেমনই একটি মিম ইতিমধ্যেই ৩০ লক্ষ বার নেটিজেনরা দেখেছেন। টিকটক ভিডিওয় দেখা গেছে, এক যুবক দিল্লির মেট্রোতে (Delhi Metro) উঠে ফোন কানে বলছেন, সেদিন সকালেই তিনি চিন থেকে ফিরেছেন। আশপাশে বসে থাকা যাত্রীদের কানে সেকথা যেতেই নিমেষে ভিড়ে ঠাসা কামরা ফাঁকা। শুনশান কামরায় আরাম করে একাই সেই যুবক যাচ্ছেন। পরে ভিডিওতে ওই যুবক জানিয়েছেন, তিনি মেট্রোর দুটি টিকিট কেটেছিলেন। সেই অনুযায়ী একবার ভর্তি কামরায় ওঠেন। তারপর ফাঁকা কামরায়। সেই দু'টি ভিডিও একসঙ্গে জুড়ে ভিডিও বানাতেই মনে হচ্ছে, সবাই তাঁর কথা শুনে ভয়ে পালিয়েছে!
দৈব টানে স্কুটি উলটে মন্দিরের ভেতরে মূর্তির পায়ের কাছে তরুণী?
দেখুন ভিডিও:
এই ভিডিওটি বানিয়েছেন কপিল কাশ্যপ। শেয়ার হতেই ভিউয়ার্স ৩.৮ মিলিয়ন। এছাড়াও, ৯৮ হাজারেরও বেশি লাইক এবং ৩০০টি মন্তব্য এসেছে। এই মুহূর্তে, ভারতে করোনার ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৮-এ পৌঁছেছে।যার মধ্যে ১৬ জন বিদেশি, ১২ জন ভারতীয়।
ফ্যাশন স্টোর থেকে কীভাবে সুকৌশলে নেকলেস সরালো চোর, দেখুন সেই ভিডিও
চিনে করোনার ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে সেখানকার সমস্ত কারখানা বন্ধ। ফলে, ভারতে আসছে না ওষুধ তৈরির কাঁচামাল। সেই কারণেই আরও বেশি করে ছড়াচ্ছে করোনা আতঙ্ক।
Click for more
trending news