हिंदी में पढ़ें
This Article is From Mar 20, 2020

টুইটারে 'হিরো' হলেন নির্ভয়ার হয়ে বিনা পারিশ্রমিকে মামলা লড়া আইনজীবী

Nirbhaya Case: শুক্রবার টুইটারে ট্রেন্ড করছে একটাই নাম #SeemaKushwaha, গত ৭ বছর নির্ভয়ার দোষীদের শাস্তি দিতে নিরন্তর লড়াই চালিয়েছেন এই আইনজীবী

Advertisement
অফবিট Edited by

Seema Kushwaha: টুইটারে 'হিরো' বনে গেলেন ৭ বছর ধরে নির্ভয়ার হয়ে আদালতে লড়াই করা এই আইনজীবী

Highlights

  • শুক্রবার ফাঁসি দেওয়া হল নির্ভয়া মামলার ৪ আসামিকে
  • তিহার জেলেই ফাঁসিতে ঝোলানো হল তাদের
  • নির্ভয়ার হয়ে ওই মামলা লড়েন আইনজীবী সীমা কুশওয়াহা

নির্ভয়ার গণধর্ষণ ও হত্যার দায়ে (Nirbhaya Case) দোষী সাব্যস্ত মুকেশ, অক্ষয়, বিনয় এবং পবনকে শুক্রবার ভোরেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল, স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা দেশ। গত সাত বছর ধরে আইনের লড়াই চালিয়ে যেতে হয়েছে নির্ভয়ার বাবা-মাকে, দিতে হয়েছে ধৈর্য্যের পরীক্ষাও। অবশেষে ন্যায়বিচার পেলেন নির্ভয়া (Nirbhaya)। ফাঁসির একদিন আগে বৃহস্পতিবারও দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও আবেদন করে বাঁচার চেষ্টা করে অপরাধীরা। কিন্তু তাদের সেই চেষ্টা বিফলে যায়। নজিরবিহীনভাবে একসঙ্গে ৪ আসামিকে ফাঁসিতে ঝোলানো হয় দিল্লির তিহার জেলে। এদিকে, শুক্রবার সকাল থেকেই টুইটারের শীর্ষে ট্রেন্ড করছে  #SeemaKushwaha কে এই সীমা কুশওয়াহা ? ইনি সেই মহিলা আইনজীবী (Seema Kushwaha) যিনি গত ৭ বছর ধরে ন্যায়বিচারের জন্যে আদালতে যুক্তিতর্কের লড়াই করেছেন। ইনি সেই আইনজীবী যিনি নিজের পেশার খাতিরে নয়, দীর্ঘদিন এই মামলা লড়েছেন শুধু মানবিকতার খাতিরে। গত ৭ বছর ধরে নির্ভয়ার পরিবারের সুখদুঃখের সঙ্গী ছিলেন তিনি। না, নির্ভয়ার বাবা-মায়ের কাছ থেকে মামলা লড়ার জন্যে একটি টাকাও পারিশ্রমিক নেননি তিনি। 

"আমি মেয়ের ছবিকে জড়িয়ে ধরেছিলাম": ৪ আসামির ফাঁসি কার্যকরের পর বললেন নির্ভয়ার মা

কথায় বলে "ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে"। সেই প্রবাদ মেনেই শুক্রবার সাফল্যের হাসি হাসেন আইনজীবী সীমা কুশওয়াহা। নির্ভয়া মামলার ৪ আসামিকে ফাঁসিতে ঝোলানোর সঙ্গে সঙ্গে টুইটারে অসংখ্য মানুষ অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন ওই আইনজীবীকে। শুক্রবার দিনভর টুইটারে একজনই 'হিরো', সীমা কুশওয়াহা। টুইটারে মানুষজন এভাবেই সীমাকে অভিনন্দন জানিয়েছে ...

Advertisement

দেশের আইন সংশোধন করা উচিত, এতদিন পর ফাঁসি কার্যকর হওয়ায় বললেন নির্ভয়ার বাবা

Advertisement

তিহার জেলে ফাঁসি কার্যকর হওয়ার পর সীমা কুশওয়াহাকে সবচেয়ে আগে অভিনন্দন জানান নির্ভয়ার মা আশা দেবী। তিনি বলেন ওই আইনজীবী ছাড়া এই যুদ্ধে জেতা সম্ভব হতো না তাঁদের পক্ষে।

Advertisement