This Article is From Jan 22, 2019

১০ লক্ষ টাকা জাল নোট সহ মালদার বাসিন্দাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

১০ লক্ষ টাকার জাল নোট সহ ৩২ বছরের এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করল দিল্লি পুলিশ। সীমান্তের ওপার থেকে ওই টাকা পাঠানো হয়েছিল বলে জানায় পুলিশ। অভিযুক্তের নাম খালিক শেখ।

Advertisement
অল ইন্ডিয়া

সীমান্তের ওপার থেকে ওই টাকা পাঠানো হয়েছিল বলে জানায় পুলিশ।

নিউ দিল্লি:

১০ লক্ষ টাকার জাল নোট সহ ৩২ বছরের এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করল দিল্লি পুলিশ। সীমান্তের ওপার থেকে ওই টাকা পাঠানো হয়েছিল বলে জানায় পুলিশ। অভিযুক্তের নাম খালিক শেখ। সে মালদার বাসিন্দা। সে দিল্লি, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে জাল নোট পাচার করত। যে নোটগুলি ভারতে আসত বাংলাদেশ সীমান্তের ওপার থেকে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (বিশেষ সেল) সঞ্জীব কুমার যাদব জানান, পুলিশের কাছে খবর ছিল আনন্দ বিহার রেলওয়ে স্টেশনের কাছে জাল নোট চক্রের এক চাঁই সোমবার আসছে। সেই মতোই ফাঁদ পাতা হয়। খালিক শেখকে ধরা হয় সন্ধে ৬'টা ২৫ মিনিট নাগাদ।

স্বামী পরকীয়ায় আসক্ত সন্দেহে তার লিঙ্গ কুপিয়ে কাটলেন স্ত্রী

জেরায় সে জানায়, আসফাক নামের মালদার আরেক বাসিন্দার জোরাজুরিতেই সে জাল নোটের চক্রে নাম লেখায়। গত তিন বছর ধরেই উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে জাল নোটের পাচার করে চলেছিল সে।  

Advertisement
Advertisement