আগামী আটই অক্টোবর পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে।
নিউ দিল্লি: ভারতীয় কিষান ইউনিয়নের আন্দোলনকারীরা আজ হরিদ্বার থেকে পায়ে হেঁটে মার্চ করে দেশের রাজধানীতে পৌঁছবে। তা নিয়ে চিন্তিত দিল্লি পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সোমবারই পূর্ব দিল্লিতে এক সপ্তাহব্যাপী নিষেধাজ্ঞা জারি করল। একশো চুয়াল্লিশ ধারা জারি করে পূর্ব দিল্লির সহ কমিশনার পঙ্কজ সিং জানান আগামী আট তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যে যে স্থানগুলিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে- প্রীত বিহার, জগৎপুরী, শকরপুর, মধু বিহার, গাজিপুর, ময়ূর বিহার, মান্ডাওলি, পান্ডব নগর, কল্যাণপুরী এবং নিউ অশোকনগর থানার অংশবিশেষ।
পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত এবং কোনওরকম জনসভার ওপরেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া, লাউডস্পিকার বা ওই ধরনের যন্ত্রপাতির ব্যবহারেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।
এই নির্দেশ তড়িঘড়ি জারি করার একটাই কারণ, পুলিশ জানতে পেরছে হরিদ্বারের কিষান ঘাট থেকে শুরু হয়েছে ‘কিষান ক্রান্তি যাত্রা’। যার নেতৃত্বে রয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের সভাপতি রাকেশ টিকাইত। ওই বিশাল মিছিল যখন তখন এসে পৌঁছবে দিল্লিতে।
ওই মিছিল গাজিয়াবাদ ছাড়িয়ে গিয়ে আগামীকাল প্রীত বিহার ও গীতা কলোনি ফ্লাইওভারের দিকে এগোবে বলে জানা গিয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)