हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 05, 2020

Shaheen Bagh Firing: পুলিশ "বিজেপির মুখপাত্র" হিসাবে কাজ করছে, অভিযোগ আপের

দিল্লির মুখ্যমন্ত্রীকে "সন্ত্রাসবাদী" আখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, "দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর চেষ্টা করছে" AAP

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Shaheen Bagh Shooter: পুলিশের অনুমান ওই ছবিটি প্রায় বছর খানেক আগের, ওই সময় অভিযুক্ত যুবক এবং তাঁর বাবা আপে যোগদান করেন

Highlights

  • শাহিনবাগের গুলিকাণ্ডের বন্দুকবাজের সঙ্গে আপের যোগ আছে, অভিযোগ পুলিশের
  • একটি ছবিতে আপ নেতাদের সঙ্গে দেখা গেছে ওই বন্দুকবাজকে, যা নিয়ে শুরু বিতর্ক
  • দিল্লি পুলিশ বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করছে বলে পাল্টা অভিযোগ আপের
নয়া দিল্লি:

দিল্লির শাহিনবাগের (Shaheen Bagh) অবস্থান বিক্ষোভের স্থান লক্ষ্য করে যে বন্দুকবাজ গুলি চালিয়ে সে আসলে আম আদমি পার্টির লোক (AAP), এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর তোলপাড় হচ্ছে রাজধানীর রাজনৈতিক আঙিনা। মঙ্গলবার একটি ছবি সামনে এসেছে যাতে শাহিনবাগের বন্দুকবাজকে (Shaheen Bagh Shooter) আম আদমি পার্টির নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। ওই ছবি রাজনৈতিক ঝড় তুলেছে। বিজেপি (BJP) দাবি করছে যে এই ছবিই প্রমাণ করছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে দিল্লিতে যে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে তার নেপথ্যে আছে ক্ষমতাসীন দল আপের মদত। দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টির তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, গোটা ঘটনাটাই বিজেপির ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছে পুলিশ । আপ নেতা সঞ্জয় সিং বলেন যে পুলিশ আধিকারিক দাবি করেছেন শাহিনবাগ গুলিকাণ্ডের বন্দুকবাজ আপের লোক, তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন তাঁরা এবং এ বিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানাবেন তাঁরা।

শাহিনবাগে গত সপ্তাহে প্রকাশ্যে গুলি চালানোয় অভিযুক্ত ব্যক্তি দিল্লির শাসক দল আম আদমি পার্টির সদস্য, মঙ্গলবার এমনটাই জানায় দিল্লি পুলিশ। অপরাধ দমন শাখার আধিকারিকরা জানিয়েছেন, “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে পুলিশ ব্যারিকেডের সংলগ্ন জায়গা থেকে গুলি চালানোয় অভিযুক্ত কপিল গুজ্জর স্বীকার করেছে সে আপের সদস্য। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার পদস্থ কর্তা রাজেশ দেও সাংবাদিকদের বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে, আমরা কপিলের ফোনে পাওয়া ছবির মাধ্যমে জানতে পেরেছি এক বছর আগে আপে যোগ দিয়েছিলেন কপিল ও তাঁর বাবা”।  

শাহিনবাগে প্রকাশ্যে গুলি চালানোয় অভিযুক্ত ব্যক্তি আপের সদস্য: পুলিশ

Advertisement

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন হতে চলেছে। তার আগে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল দিল্লি পুলিশ। এদিকে তদন্ত শেষ হওয়ার আগেই যেভাবে পুলিশ ওই সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করেছে তাতে এই ঘটনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ আম আদমি পার্টির। আপ নেতা সঞ্জয় সিং বলেন: “অমিত শাহ সব ধরণের কৌশল ও ষড়যন্ত্রকে কাজে লাগাচ্ছেন... আপনি (পুলিশ) নির্বাচনের বিষয়েও হস্তক্ষেপ করছেন। সেক্ষেত্রে ডিসিপি-র ভবিষ্যতে পদ্ম পাওয়া উচিত"।

ওই আপ নেতা আরও বলেন যে, পুলিশ আসলে “বিজেপির কাঠপুতুল” হিসাবে কাজ করছে। "আসলে বিজেপি মুখপাত্র হিসাবে কাজ করছেন রাজেশ দেও, তিনিই ভুল করে ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি হয়ে গেছেন যিনি এই ধরণের বিবৃতি দিচ্ছেন"।

Advertisement

Arvind Kejriwal to NDTV: "অমিত শাহ শাহিনবাগকে ইস্যু করেই দিল্লির নির্বাচন লড়তে চান, এর সমাধান চান না"

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে "সন্ত্রাসবাদী" আখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বলেন, "দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর চেষ্টা করছে" আপ। তিনি আরও বলেন, আপ নেতা "সঞ্জয় সিং ওই যুবককে দলে অন্তর্ভুক্ত করেন যাতে ওই ব্যক্তি দলের তরুণদের উস্কে দিতে পারে।"

Advertisement

যদিও আপের তরফ থেকে বলা হয় আপের নেতাদের সঙ্গে ওই বন্দুকবাজের ছবি পাওয়া মানেই এই প্রমাণ হয়ে যাওয়া নয় যে সে আপের সদস্য। "একটি ছবিতে তো আসারাম বাপুর সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা যেতে পারে। এর মানে কি এটা ধরা যায় যে বাপুর সমস্ত অপরাধের জন্য প্রধানমন্ত্রী দোষী? (মনোহর লাল) খট্টরকে রাম রহিমের সঙ্গে একই ছবিতে দেখা গেছে। এর মানে কি এই যে রাম রহিমের অপরাধের জন্যে আমরা তাঁকে দুষবো?", সাংবাদিক সম্মেলন করে বলেন আপ নেতা সঞ্জয় সিং।

Advertisement