This Article is From May 26, 2020

ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির বস্তিতে! পুড়ে ছাই ১,৫০০ ঝুপড়ি

ভোর ৩.৪০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে পুড়ে ছাই প্রায় ১,৫০০ ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন শয়ে শয়ে মানুষ।

ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির বস্তিতে! পুড়ে ছাই ১,৫০০ ঝুপড়ি

সোমবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে দিল্লির তুঘলকাবাদের বস্তিতে।

হাইলাইটস

  • ভোর ৩.৪০-এ আগুন নিয়ন্ত্রণে আসে
  • পুড়ে ছাই প্রায় ১,৫০০ ঝুপড়ি
  • এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি
নয়াদিল্লি:

দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তি এলাকায় (Delhi Slum) সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) ঘটল। রাত ১২.৫০ মিনিটে খবর যায় দমকলে। দ্রুত ২৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। এক দমকল আধিকারিক একথা জানিয়েছেন। সেই সময় ওই এলাকার অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন। সেই অবস্থাতে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী মিলে বস্তির বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। ভোর ৩.৪০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে পুড়ে ছাই প্রায় ১,৫০০ ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন শয়ে শয়ে মানুষ।

সরকার ক্ষয়ক্ষতির হিসাব করছে। সংবাদ সংস্থা এএনআইকে দক্ষিঁণ-পূর্ব পুলিশের ডেপুটি কমিশনরা রাজেন্দ্রপ্রসাদ মীনা জানিয়েছেন, ‘‘আমরা রাত প্রায় ১টা নাগাদ তুঘলকাবাদের বস্তিতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা যাচ্ছে, ১,০০০-২,০০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।''

তিনি আরও জানান, ‘‘স্থানীয়রা জানাচ্ছেন, সকলেই তাঁদের ঝুপড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সেটা যাচাই করে দেখা সম্ভব হয়নি এখনও।''

এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। দমকল বাহিনী এখনও সেখানে কাজ চালাচ্ছে।

.