সুশীল আনশল এবং গোপাল আনশলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হল
নিউ দিল্লি: প্রায় ২২ বছর আগে ১৯৯৭ সালের ১৩ জুন আগুন লেগে গিয়েছিল ‘উপহার' সিনেমাহলে। সেই সময় হলের ভিতর ছিল ভর্তি দর্শক। তাঁরা দেখছিলেন ওই বছরের অন্যতম সুপারহিট হিন্দি ছবি জে পি দত্ত পরিচালিত ‘বর্ডার'। আচমকা আগুন লেগে যাওয়ার ফলে সিনেমাহলের ভিতর দম আটকে এবং আগুনে পুড়ে বেঘোরে চলে যায় ৫৯'টি জীবন। সেই আগুন লাগার কারণগুলি চাপা দেওয়ার জন্য দীর্ঘ দু'দশক বাদে দুই অভিযুক্ত সুশীল আনশল এবং গোপাল আনশলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির ম্যাজিস্ট্রেট আদালত। মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই দুই অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানার কথা ঘোষণা করলেন মঙ্গলবার।
পাকিস্তানে আটকে রেখে হিন্দু তরুণীদের ধর্মান্তর? রিপোর্ট চাইল আদালত
দীর্ঘদিন ধরে এই মামলাটি নিয়ে বহু বাধা ও বিপত্তি সত্ত্বেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন কৃষ্ণমূ্র্তি। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর দুই সন্তানকে হারিয়েছিলেন তিনি।কৃষ্ণমূর্তি বলেন, "এই আইনি লড়াই চালাতে গিয়ে একসময় মনে হয়েছিল থেমে যাই, আর টানতে পারছি না। কিন্তু, নিজের সন্তানদের কথা মনে রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইটা চালিয়ে যাব বলে ভেবে রেখেছিলাম। আজ এত বছর পর কিছুটা ফল পেলাম"।
তাঁর আশা, এই রায়ের ফলে তাঁর মতো আরও অনেক মানুষই লড়াই করার ভরসাটি পাবেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)