দিল্লি হিংসা: উত্তর-পূর্ব দিল্লির গামরি এক্সটেনশনের এক বহুতলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক অশীতিপর বৃদ্ধার।
হাইলাইটস
- দিল্লি হিংসার বলি উত্তর-পূর্ব দিল্লির গামরি এক্সটেনশনের এক বৃদ্ধা
- উন্মত্ত জনতা বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় ওই বৃদ্ধার আবাসনে
- বাইরে বেরোতে না পেরে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর
নয়া দিল্লি: দিল্লি হিংসার বলি এক অশীতিপর বৃদ্ধা । জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির (N-E Delhi) গামরি এক্সটেনশনের এক বহুতলে মঙ্গলবার হামলা চালায় (Delhi Violence) উন্মত্ত জনতা। আকবরি নামে ওই বৃদ্ধা বহুতলের চার তলায় ছিলেন। গোটা বাড়িরই একটার পর একটা তলে হামলা চালিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। এই ঘটনার সময় মৃতার ছেলে সইদ সালমানি ঘরের বাইরে থাকলেও, নাতি-নাতনিদের নিয়ে অভিশপ্ত সেই বহুতলে ছিলেন আকবরি। সালমানির অভিযোগ, "সকাল ১১টা নাগাদ বাচ্চারা আমাকে বলে বাড়িতে দুধ নেই। সেটা শুনে আমি দুধ আনতে বেরিয়ে পড়ি। ফেরার পথে ছেলে ফোন করে বলে প্রায় ১৫০ জন আমাদের বাড়িতে পৌঁছেছে। ওরা হিন্দু না মুসলিম, আমি জানি না। সেটা দেখে আমার ছেলে ভিতর থেকে দরজা তালাবন্ধ করে দেয়।"
কেন্দ্র ও দিল্লি সরকার দিল্লির হিংসার ‘নীরব দর্শক': কংগ্রেস
দিল্লি হিংসা: দগ্ধ ঘরের ভিতর প্রায় ১০ ঘণ্টা পড়ে ছিল আকবরির মৃতদেহ।
জানা গিয়েছে, সালমানির বছর ১৫-২০-এর মধ্যে চারটি সন্তান আছে। যাঁদের মধ্যে দুজন কন্যা সন্তান। মাতৃশোকে বিহ্বল সালমানির দাবি, "আমার মা উপরের তলায় ছিল, তাই আটকে পরেছিলেন। ছেলে ফোন চিৎকার করছিল, বাবা আসো, বাঁচাও আমাদের। কিন্তু স্থানীয়রা আমাকে যেতে দেননি। ওরা বলেছিল এখন যেও না, তাহলে তোমাকেও মেরে দেবে।" মৃতদেহ উদ্ধারের পর প্রাথমিক ময়না তদন্তে দাবি করা হয়েছে, দুই হাতে পোড়ার চিহ্ন থাকলেও, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। সালমানির আরও অভিযোগ, "উন্মত্ত জনতা প্রথমে একদম নীচের আমার কাপড়ের দোকানে আগুন জ্বালায়। তারপর একে একে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ তলে আগ্যন জ্বালায়। আমরা পরিবার নিয়ে চার তলায় থাকি।
উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার বলির সংখ্যা বেড়ে হল ৩৪, গ্রেফতার ১৩০, ১০ তথ্য
মাকে হারিয়ে সেই যুবকের আবেদন, "একে হিন্দু বনাম মুসলিম হিসেবে দেখবেন না। আমার দোকানে অনেক হিন্দু কর্মচারী কাজ করত। সবসময় আমরা শান্তিতে থাকতাম। তারপরেও আমি আমার মা এবং রুজি-রুটি হারালাম।" মঙ্গলবার এনডিটিভি সেই বাড়ি পরিদর্শনে গেলে দেখা গিয়েছে, রাত প্রায় ৯টা অভদি আগুন নেভানোর কাজ করছে দমকল। আগুনের উৎসকে বাগে আনলেও, ইতিউতি ধোঁয়ার কুণ্ডলী।