This Article is From Feb 29, 2020

হিংসার বহু ভুয়ো ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, রুখতে কড়া পদক্ষেপ দিল্লি সরকারের

শিগগিরি তারা একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করবে, যাতে এই ধরনের ভুয়ো ভিডিও সম্পর্কে অভিযোগ জানানো যাবে। প্রয়োজনমতো অভিযোগটি দিল্লি পুলিশকে জানানো হবে।

হিংসার বহু ভুয়ো ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, রুখতে কড়া পদক্ষেপ দিল্লি সরকারের

ঘৃণা ছড়ানোর ভিডিও পাঠালে নেওয়া হতে পারে ব্যবস্থা।

হাইলাইটস

  • দিল্লি সরকার কঠোর অবস্থান নিতে চলেছে এই ধরনের ভুয়ো ভিডিও প্রচার আটকাতে
  • একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু হতে চলেছে
  • তাতেই জানানো যাবে অভিযোগ
নয়াদিল্লি:

উত্তর-পূর্ব দিল্লির হিংসার (Delhi Clashes) ঘটনার নানা ভিডিও হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে এমন অনেক ভিডিও, যেগুলি আদৌ এই হিংসার ভিডিও নয়। এই পরিস্থিতিতে দিল্লি সরকার কঠোর অবস্থান নিতে চলেছে এই ধরনের ভুয়ো ভিডিও প্রচার আটকাতে। শিগগিরি তারা একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করবে, যাতে এই ধরনের ভুয়ো ভিডিও সম্পর্কে অভিযোগ জানানো যাবে। কোনও এক আধিকারিক সমস্ত অভিযোগ যাচাই করে দেখবেন। তারপর প্রয়োজনমতো অভিযোগটি দিল্লি পুলিশকে জানানো হবে। দিল্লি সরকার জনগণকে বিদ্বেষমূলক ভিডিও শেয়ার না করার আবেদন করবে।

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪২। প্রশ্ন উঠছে, এমন বিপুল ভাবে হিংসা ছড়িয়ে পড়ার পিছনে কারণ কী ছিল। কেন এভাবে রক্তাক্ত হতে হল রাজধানীকে। উত্তর-পূর্ব দিল্লির স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইরে থেকে সশস্ত্র দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে। পাশাপাশি অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী শাখার ৯০ জন আধিকারিক খতিয়ে দেখছে এর পিছনে স্থানীয় অপরাধীদের কী ভূমিকা ছিল। চলছে ধরপাকড়। 
খোঁজ চলছে পুলিশের দিকে বন্দুক তাক করা শাহরুখ নামের যুবকটিরও। পুলিশ ভেবে পাচ্ছে না, যার কোনও অপরাধমূলক রেকর্ড নেই, সে কেমন করে বন্দুক হাতে পেল।

ভজনপুরা, শিব বিহার ও চাঁদ বাগের মতো জায়গায় প্রবল ভাবে গোলাগুলি চলেছে। তদন্তে জানা গিয়েছে এর পিছনে রয়েছে স্থানীয় অপরাধীদের হাত। তারা নিজেরা যেমন গুলি চা‌লিয়েছে, আবার অন্য যুবকদের হাতে বন্দুকও তুলে দিয়েছে।

এখনও পর্যন্ত এই তদন্তে যে বিষয়গুলি সামনে এসেছে:

গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ১৩ জনেরও বেশি মানুষ।

৮০ জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ।

হেড কনস্টেবল রতনলালও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গ্রেফতার হওয়া ৫০০ জনের মধ্যে অনেক অপরাধী রয়েছেন।

তাদের ঘাঁটি থেকে বড় আকারের অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হচ্ছে।

খালি কার্টিজগুলি আক্রান্ত স্থান থেকে প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে।


2187566

Reported by: शरद शर्मा

.