যে পুলিশকে বন্দুক উঁচিয়ে ভাইরাল হয়েছে শাহরুখ, শুক্রবার মুখ খুললেন সেই পুলিশকর্মী দীপক দাহিয়া।
হাইলাইটস
- দিল্লি হিংসার ঘটনার ছ'দিন পরে মুখ খুললেন সেই পুলিশকর্মী
- এই পুলিশকর্মীকে বন্দুক উঁচিয়ে ভাইরাল হয়েছে শাহরুখ
- তিনি জানান, "লাঠি দিয়ে শাহরুখকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম"
নয়া দিল্লি: যে পুলিশকে বন্দুক উঁচিয়ে ভাইরাল হয়েছে শাহরুখ (Shahrukh), শুক্রবার মুখ খুললেন সেই পুলিশকর্মী দীপক দাহিয়া। শুক্রবার সংবাদসংস্থা এএনআইকে দীপক (Deepak dahiya) বলেছেন, আমার উদ্দেশ্য ছিল লাঠি উঁচিয়ে এগিয়ে গিয়ে ওই যুবকের মনোসংযোগ নষ্ট করা। তিনি হাতে থাকা সেই লাঠি দেখিয়ে বলেন,"আমি দেখলাম ও (শাহরুখ) আমার দিকে ধেয়ে আসছে। আমি লাঠি উঁচিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করলাম। ওর মনোসংযোগ বিঘ্নিত হল আর অন্যদিকে গুলি চালিয়ে পালিয়ে গেল।" উত্তর-পূর্ব দিল্লির এই পুলিশকর্মী সেদিন যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এমনটা দাবি করছেন দিল্লি পুলিশের শীর্ষকর্তারা। নিরস্ত্র অবস্থায় শুধু রায়ট গিয়ারে বন্দুকবাজ শাহরুখ ও তাঁর অন্য ছয় সঙ্গীর মোকাবিলা করেছিলেন দীপক। সেই ছবি সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে স্পষ্ট। তবে সেই ঘটনার (Delhi Violence) পর থেকে পলাতক অভিযুক্ত শাহরুখ। জানা গিয়েছে, ৩৩ বছরের ওই যুবক সীলামপুরের বাসিন্দা। জিম-শৌখিন এই যুবক। তার বিরুদ্ধে অতীতে কোনও পুলিশি অভিযোগ নেই। তবে, তার বাবা সম্প্রতি মাদক পাচার মামলায় জামিন পেয়ে মুক্ত।
দীপক দাহিয়াকে লক্ষ্য করে গুলি ও পাথর ছুঁড়তে দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে। যদিও সৌভাগ্যক্রমে অক্ষত তিনি।
এখনও পর্যন্ত এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪২। তবে গত ৩৬ ঘণ্টায় কোনও হিংসার ঘটনা ঘটেনি। উপদ্রুত এলাকায় খুলতে শুরু করেছে দোকান-বাজার। পথে নেমেছে মানুষ। ইতিমধ্যেই নতুন পুলিশ কমিশনার পেয়েছে দিল্লি। অমূল্য পট্টনায়েকের জায়গায় আগামী ১ মার্চ থেকে দায়িত্ব নেবেন এস এম শ্রীবাস্তব। ২৯ ফেব্রুয়ারি শেষ হচ্ছে পট্টনায়েকের মেয়াদ। এদিকে বড় জমায়েতের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলতে শুরু করেছে পুলিশ। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যেহেতু আগামী ৩৬ ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই ১০ ঘণ্টার জন্য তুলে নেওয়া হবে বড় জমায়েতে নিষেধাজ্ঞা। শুক্রবার ভোর ৪টে থেকে ১০টা আর সন্ধ্যা ৪টে থেকে ৮টা থাকবে না এই নিষেধাজ্ঞা।
দিল্লির নতুন পুলিশ কমিশনার হলেন এসএন শ্রীবাস্তব
গুজবে কান দেবেন না। উস্কানিকে বাড়তে দেবেন না। আপনাদের নিরাপত্তা ও এলাকার শান্তি বজায়ে তৎপর পুলিশ ও আধা সেনা। এদিন জানিয়েছে ওই বিবৃতি।
সেই যুবক, দিল্লি হিংসার সময় যার এই ছবি ভাইরাল হয়েছিল। পরে জানা গিয়েছে তার নাম শাহরুখ
কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুক্রবার দিল্লির হিংসা নিয়ে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির মন্তব্যকে আক্রমণ করলেন। তিনি বলেন, বিরোধী নেত্রীর কোনও প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারকে তার কর্তব্য সম্পর্কে জ্ঞান দেওয়ার, যেখানে তাঁর নিজের দলের রেকর্ড নিয়েই প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘‘শ্রীমতি সনিয়া গান্ধি দয়া করে আমাদের রাজধর্ম শেখাবেন না। আপনাদের রেকর্ড রয়েছে সহজ ভোট নীতির জন্য দ্রুত হিংসা ও তারপর বদলের।''
দড়ি বেয়ে স্কুলে ঢুকে ভাঙচুর দুষ্কৃতীদের, ঘাঁটি বানিয়ে চালিয়েছিল হামলা
তিনি আরও বলেন, ‘‘স্পর্শকাতর বিষয়কে নিয়ে কংগ্রেসের এই রাজনীতির সম্ভাব্য তীব্রতম ভাবে নিন্দা করছে বিজেপি। এখন সময় একসঙ্গে শান্তি, ঐক্যের কথা বলার।''
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর সনিয়া গান্ধি বৃহস্পতিবার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর দায়িত্বে গাফিলতির জন্য সরিয়ে দেওয়া হোক। তিনি অভিযোগ করেন দিল্লির হিংসার ‘নীরব দর্শক' দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার এবং কেন্দ্রীয় সরকার।
রবিবার থেকে ছড়িয়ে পড়া হিংসা; বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণে।
কংগ্রেস তাদের স্মারক লিপিতে লেখে, ‘‘রাষ্ট্রপতিজি, আপনাকে দেশের সংবিধানের সর্বোচ্চ সম্ভাব্য দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের বিবেক রক্ষক হিসেবে এবং তাদের সংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়ে রাজ ধর্মের স্তম্ভ হয়ে ওঠা। যার উপরে কোনও সরকার দাঁড়িয়ে থাকে।''