This Article is From Feb 28, 2020

উন্মত্ত জনতার লাথি গর্ভবতীর পেটে, হিংসার আবহেই জন্মাল 'মিরাকল বেবি'

পূর্ণ গর্ভবতীর তলপেটে লাথি মেরেছিল ক্ষিপ্ত-হিংস্র জনতা। মিরাকল তারপরেও! বুধবার সুস্থ-সবল সন্তানের জন্ম দিলেন তিনি।

উন্মত্ত জনতার লাথি গর্ভবতীর পেটে, হিংসার আবহেই জন্মাল 'মিরাকল বেবি'

রবিবার হিংসা বিধ্বস্ত দিল্লিতে ঘটে অঘটন (ফাইল চিত্র)

নয়া দিল্লি:

উত্তর-পূর্ব দিল্লির কারাওয়াল নগরে (Karawal Nagar) হিংসার শিকার হয়েছিলেন বছর তিরিশের শাবানা পারভীন (Shabana Parveen)। পূর্ণ গর্ভবতীর তলপেটে লাথি মেরেছিল ক্ষিপ্ত-হিংস্র জনতা। মিরাকল তারপরেও! বুধবার সুস্থ-সবল সন্তানের জন্ম দিলেন তিনি। সবাই সদ্যজাতের নাম দিয়েছে মিরাকল বেবি (miracle baby)। খবর, সোমবার গভীর রাতে দুই সন্তান, স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলেন শাবানা। আচমকাই তাঁদের বাড়ি ঘিরে ফেলে জনতা। শাশুড়ি নাসিমার কথায়, সবাই মারধর করতে থাকে তাঁর ছেলেকে। লাথি মারে গর্ভবতী বউমার তলপেটে। সবাই ভেবেছিল, সেদিন পরিবারের কেউ বাঁচবে না। কিন্তু আল্লা রক্ষা করেছেন তাঁদের। তাঁর বউমার গর্ভের সন্তানকেও।

আপ নেতার বিরুদ্ধে হিংসায় মদতের অভিযোগ, কী বললেন অরবিন্দ কেজরিওয়াল

গর্ভস্থ সন্তানকে বাঁচাতে এরপরেই শাবানাকে ভর্তি করা হয় আল হিন্দ হাসপাতালে। সেখানেই বুধবার সুস্থভাবে জন্ম নেয় তাঁর সন্তান। সবার কাছে যার পরিচয় মিরাকল বেবি নামে। যদিও পরিবারের সদস্যদের মুখ থেকে এখনও সরেনি আতঙ্কের ছায়া। গত দু-দশক ধরে দিল্লিতে বসবাস করছেন তাঁরা। কিন্তু কোনোদিন এমন আক্রমণের শিকার হননি। দিল্লির হিংসা থেকে প্রাণে বাঁচলেও ঘর হারিয়েছেন তাঁরা।

নতুন সদস্য আসার পরেও তাই হাসি ফোটেনি শাবানার শাশুড়ির বা পরিবারের বাকি সদস্যদের মুখে। বরং, চিন্তার কালো মেঘে অন্ধকার মুখ। শাবানাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর কোথায় যাবেন তাঁরা! ঘর পুড়ে ছাই। মাথা গোঁজার ঠাঁই নেই।  হয়ত কোনও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেবেন কিছুদিন। তারপর আবার নতুন করে ঘর বানানোর তোড়জোড় করবেন। একদিনের ছেলে কোলে হতাশ জবাব মিরাকল বেবির বাবার। 

কোনও বড় ঘটনা ঘটেনি ৩৬ ঘণ্টায়, শিথিল হবে ১৪৪ ধারা: দিল্লি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক

নবজাতকের ৬ বছরের দাদা আলি কিন্তু এত সহজে হার মানার পাত্র নয়। একদিনের ভাইকে কোলে নিয়ে সাহসের সঙ্গে জানিয়েছে, যতই বাধা-বিপত্তি আসুক, সে-ই রক্ষা করবে তার ভাইকে। 

.