This Article is From Sep 28, 2018

পরকীয়া: সুপ্রিম রায়ে সমালোচনা করে সুপ্রিম তোপের মুখে মহিলা কমিশনের প্রধান

পরকীয়া এখন আর অপরাধ নয়। এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়কে নারী বিরোধী বলে টুইটারে নিগ্রহের শিকার হলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল।

পরকীয়া: সুপ্রিম রায়ে সমালোচনা করে  সুপ্রিম তোপের মুখে মহিলা কমিশনের প্রধান

এই মন্তব্য দিনের আলো দেখার মাত্র কিছুক্ষণের মধ্যে হৈচৈ পড়ে যায়।

হাইলাইটস

  • রায়কে নারী বিরোধী বলে টুইটারে বিদ্ররুপের শিকার হলেন স্বাতী মালিওয়াল
  • মন্তব্য দিনের আলো দেখার মাত্র কিছুক্ষণের মধ্যে হৈচৈ পড়ে যায়
  • অনেকেই তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন
নিউ দিল্লি:

পরকীয়া এখন আর অপরাধ নয়। এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়কে নারী বিরোধী বলে টুইটারে বিদ্রুপের শিকার হলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। রায় দিয়ে আদালত আরও জানায় স্ত্রী  স্বামীর সম্পত্তি নয়। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বাতী বলেন, ‘ আমি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের সঙ্গে একমত নই। এই রায়ের ফলে পরকীয়া বৈধতা পেল। তাহলে বিয়ের মর্যাদা কীভাবে রক্ষিত হবে? ’ এই মন্তব্য দিনের আলো দেখার মাত্র কিছুক্ষণের মধ্যে হৈচৈ পড়ে যায়।

একজন লেখেন ইনি (স্বাতী) বিষয়টি অনুধাবন করতে পারছেন না। আর  একজন লিখেছেন স্বাতীর মাথা খারাপ হয়ে গিয়েছে। 

 

 

এরকম প্রতিক্রিয়া দেওয়ার জন্য আরেক জন লিখেছেন আমার মনে হয় স্বাতি নিজের কাজ ভাল ভাবে করছেন কিন্তু নারীদের ক্ষমতায়ন নিয়ে তাঁর ভাবনা ঠিক নয়। গোটা বিষয়টা বিতর্ক হয়েছে। অনেকেই তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। এদিকে, বৃহস্পতিবার 158 বছরের পরকীয়া সংক্রান্ত  আইন খারিজ করে দিয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, এ সংক্রান্ত আইন সম্পর্কের প্রতি আনুগত্য আশা  করে। কিন্তু এটা ব্যক্তিগত অধিকারের পরিপন্থী। স্ত্রী  স্বামীর সম্পত্তি নয়। পুরুষের হাতে মহিলা নির্যাতিত হবেন এমনটাও এখন আর হয় না। নারী পুরুষ সকলেরই সমাণ অধিকার আছে।

.