This Article is From Nov 08, 2019

জানতাম নোটবন্দির ফলে লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়বেন: মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে বিজেপি সরকারকে আক্রমণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্ন্দ্যোপাধ্যায়।

জানতাম নোটবন্দির ফলে লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়বেন: মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার নোটবন্দির (demonetization) তিন বছর পূর্ণ হল। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করলেন, ২০১৬ সালে আজকের দিনে কেন্দ্রীয় সরকার নোটবন্দির যে পদক্ষেপ করেছিল, সেই পদক্ষেপ ছিল নিরর্থক এবং এর ফলে দেশের অর্থনীতিতে নঞর্থক প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, তিনি শুরু থেকেই জানতেন এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হবে। তিনি টুইট করে জানান, ‘‘আজ নোটবন্দি বিপর্যয়ের তিন বছর পূর্ণ হল। ঘোষণাটির কয়েক মিনিট পরেই আমি বলেছিলাম যে এটি দেশের অর্থনীতি এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করবে। আমার কথার সঙ্গে বিখ্যাত অর্থনীতিবিদ, সাধারণ মানুষ এবং সমস্ত বিশেষজ্ঞরা এখন একমত। আরবিআইয়ের তথ্য থেকেও বোঝা যায় এটি একটি নিরর্থক সিদ্ধান্ত ছিল।''

আর এসপিজি সুরক্ষা নয়, এখন থেকে জেড প্লাস নিরাপত্তা পাবে গান্ধি পরিবার

তিনি আরও জানান, ‘‘সেদিন যে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছিল, তা আজ কোথায় পৌঁছেছে দেখুন। ব্যাঙ্কগুলির উপরে চাপ বেড়ে গিয়েছে, অর্থনীতি পুরোপুরি মন্দায় রয়েছে। কৃষক, যুব সম্প্রদায়, শ্রমিক, ব্যবসায়ী থেকে গৃহিণীরা— আক্রান্ত সকলেই।''

অযোধ্যা মামলার রায়দানের আগে উত্তরপ্রদেশের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন প্রধান বিচারপতি!

প্রসঙ্গত, নোটবন্দির প্রথম বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটারের প্রোফাইল ছবির স্থানটি কালো করে দিয়েছিলেন। তিনি বহুবার দাবি করেছেন, নরেন্দ্র মোদি সরকারের এই পদক্ষেপ এক বড় কেলেঙ্কারি। এর থেকে মুষ্টিমেয় কিছু মানুষই কেবল লাভবান হয়েছেন।

২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ৫০০ ও ১,০০০ টাকার নোট বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। তাঁর দাবি ছিল, কালো টাকা, সন্ত্রাস তহবিল ও দুর্নীতি দমনের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.