This Article is From Nov 15, 2019

ডেঙ্গু নিয়ে স্লোগানে বাধা, পুরসভার অধিবেশন থেকে ওয়াক আউট বিজেপির

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৪৪,৮৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

বিজেপির অভিযোগ, কলকাতা পুরসভা ডেঙ্গুর ফলে হওয়া মৃত্যুকে চেপে দিতে চাইছে।

রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর (Dengue) দাপট। এই ইনিয়ে স্লোগান দিতে চাইলে সম্মতি দেননি সভাপতি মালা রায় (Mala Roy)। এরপর বিজেপি কাউন্সিলররা (BJP councillors) ওয়াক আউট করে অধিবেশ থেকে চলে যান। তাঁরা এদিন ডেঙ্গু সংক্রান্ত পোস্টার ও ব্যানার নিয়ে অধিবেশনে প্রবেশ করেন। এরপর তাঁরা স্লোগান দিতে থাকেন এবং অধিবেশনে ওই নিয়ে আলোচনার দাবি জানান। তৃণমূল সাংসদ মালা রায় এই দাবি মেনে না নিলে এরপরই গেরুয়া শিবিরের কাউন্সিলররা সেখান থেকে বেরিয়ে যান। বিজেপির বর্ষীয়ান কাউন্সিলর মীনা দেবী পুরোহিত পরে সংবাদমাধ্যমকে জানান, শহরে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

তিনি বলেন, ‘‘সভাপতি আমাদের বললেন, কোনও বিষয়ে আলোচনা করতে হলে অন্তত ২৪ ঘণ্টা আগে সে সম্পর্কে অবহিত করতে হবে। কিন্তু এটা অত্যন্ত গুরুতর ইস্যু। মানুষ মারা যাচ্ছে।''

তিনি অভিযোগ করেন, কলকাতা পুরসভা ডেঙ্গুর ফলে হওয়া মৃত্যুকে চেপে দিতে চাইছে। এবং সেই কারণেই এই বিষয় নিয়ে শুক্রবার আলোচনা করতে দেওয়া হল না।

Advertisement

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৪৪,৮৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে ২৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে।

Advertisement

বিজেপি কর্মীরা বুধবার একটি মিছিলও বের করেছিলেন রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু নিয়ে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement