ডেঙ্গুর হাত থেকে বাঁচতে ছড়ানো হয় মশক-বিতাড়ক রাসায়নিক।
কলকাতা: আগামী বছর থেকে শুরু হবে ডেঙ্গুর (Dengue) টিকাকরণ। প্রাথমিক ভাবে যে অঞ্চলগুলিতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ঘটছে সেখানকার অধিবাসীদের এই টিকা (Dengue vaccination) দেওয়া হবে বলে কলকাতায় (Kolkata) ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ'-এর এক সিনিয়র কর্মী সোমবার জানিয়েছেন। এই কারণে পশ্চিমবঙ্গসহ দেশের ১৫টি রাজ্যে সম্প্রতি একটি সেরোসার্ভে (কিছু মানুষের রক্তের সিরামের পরীক্ষা) করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট ‘ল্যানসেট গ্লোবাল হেলথ'-এর জার্নালে প্রকাশিত হয়েছে বলে ওই কর্মী জানিয়েছেন। সরকারের থেকে সম্মতি পেলে এবং সমস্ত রকমের অনুমতি ও নথিপত্র ঠিকমতো পেয়ে গেলেই ভারতে ডেঙ্গু টিকাকরণ শুরু হবে বলে ‘আইসিএমআর'-এর ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গভ জানিয়েছেন।
ড. ভার্গভ আরও জানিয়েছেন, ‘‘যে সব অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি সেখানে ডেঙ্গু টিকার ডেমোস্ট্রেশন প্রোজেক্টের দিকে তাকিয়ে রয়েছি আমরা।''
‘‘ঈশ্বর সত্যিই সৃষ্টিশীল'': স্মৃতি ইরানির নতুন পোস্টে মজল নেটিজেনরা
তিনি বলেন পদক্ষেপ একটু ধীরে হতে পারে। কিন্তু নিয়ম মেনেই তা করা হবে।
স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ স্বাস্থ গবেষণা দফতরের সচিব জানিয়েছেন, আমেরিকার সঙ্গে যৌথ ভাবে এই প্রকল্পের কাজ করা হচ্ছে। একেবারে সবদিক দেখে পদ্ধতি অনুসারে তা করা হচ্ছে। এবং তাঁরা একেবারেই তাড়াহুড়ো করতে চাইছেন বলে জানান তিনি।
সাতসকালেই টুইটে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
শ্রীলঙ্কার ডেঙ্গু প্রতিরোধ পরিকল্পনা অনুসরণ করতে চাইছে ভারত। সেই কারণে শ্রীলঙ্কার সঙ্গেও যৌথ ভাবে এই প্রয়াস করা হচ্ছে। তিনি জানান, এব্যাপারে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার একটি চুক্তি হতে চলেছে।
ড. ভার্গব জানিয়েছেন, ‘‘ওরা (শ্রীলঙ্কা) এখনও পর্যন্ত ডেঙ্গুর ক্ষেত্রে দারুণ কাজ করেছে। ওখানে ডেঙ্গুর প্রকোপ সাঙ্ঘাতিক। কিন্তু মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা হয়েছে।''
পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপে প্রচুর মৃত্যু হয়েছে, এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের মনে রাখতে এই রোগ একটা নির্দিষ্ট ভাবে ছড়ায়। আমাদের ম্যাপে দেখে নিতে হবে কোথায় কোথায় এর প্রকোপ বেশি।''
সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রায় ৩,০০০ মানুষ। মৃতের সংখ্যা ১০। স্বাস্থ্য দফতরের তরফে এক কর্মী একথা জানিয়েছেন।
গত পাঁচ বছর ধরেই ডেঙ্গুতে রাজ্যের বহু মানুষ মারা গিয়েছেন। রাজ্য সরকার এই রোগের প্রকোপ দূর করতে সচেষ্ট হয়েছে।