ফ্যাশনের বাজারে সাম্প্রতিকতম উদ্ভট আমদানি হল এই ‘ডেনিম প্যান্টিস’
হাইলাইটস
- বিক্রি হচ্ছে ডেনিমের অন্তর্বাস
- টুইটারে এ নিয়ে নানা রঙ্গ রসিকতা চলছে
- একদল প্রশ্ন তুলেছেন এর প্রাসঙ্গিকতা নিযেই
ডেনিমের সব অদ্ভুৎ রকমের ব্যবহার এখন ফ্যাশনের প্রায় একটা পৃথক ঘরানা হয়ে উঠেছে। বিভিন্ন ব্র্যান্ডই এই বিপণন কৌশল ব্যবহার করে থাকে। থং জিনস থেকে শুরু করে উল্টোনো শর্টস, প্রবল কাটা জিনস সব রকম ভ্যারাইটিই ডেনিমে পাওয়া যায়। সেই তালিকায় নবতম সংযোজন ওয়াই বাই প্রোজেক্টের ‘ডেনিম প্যান্টিস'— অর্থাৎ ডেনিম দিয়ে তৈরি অন্তর্বাস।
শত্রুপক্ষের র্যাডার খুঁজতে উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো
৩১৫ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ২১,৮০০ টাকা দামের সেই ডেনিমের অন্তর্বাস টুইটারে ঝড় তুলে দিয়েছে। একদল প্রশ্ন তুলেছেন এ ধরনের অন্তর্বাস পরে কোথায় যাবে মানুষ? আর এক দল প্রশ্ন তুলেছে এমন জিনিসের প্রাসঙ্গিকতা কী তা নিয়ে।
আর টুইটার জুড়ে এ নিয়ে চলছে নানা রঙ্গ রসিকতা:
মানুষজন নানা ধরনের মেমে এবং ছবি পোস্ট করে হেসে কুটোপাটি হচ্ছেন।
ম্যাশেবলের মতে এই ধরনের অন্তর্বাসকে বলা হয় ‘ডেনিম ফাইভ ওয়ে'। এগুলি আবার নানা রঙের হয়। নীল বা কালো বেশি পাওয়া যায়।
ছাতা ধরে মাঝরাস্তায় উড়ে যাচ্ছে মানুষ, আজব ভিডিও
এ ধরনের প্রবণতা সম্পর্কে আপনার কোনও মতামত থাকলে আমাদের লিখে জানান নীচের মন্তব্য বিভাগে।
Click for more
trending news