এখান থেকে ২.১ বিলিয়ন টন কয়লা উৎপাদিত হতে পারে।
কলকাতা: দেউচা- পাঁচামি কয়লা খনিকে ঘিরে ১২ হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার। পাশাপাশি এক লক্ষ মানুষের রোজগারের ব্যবস্থাও করতে চাওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের একটি জনসভা থেকে শুক্রবার একথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরই এই খনি ব্যবহারের ছাড়পত্র পেয়েছে রাজ্য। বিহার, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ- এই ছটি রাজ্যের মধ্যে বাংলা ছাড়া আর কেউ কয়লাখনির শর্ত পেতে আগ্রহ দেখায়নি। তাই এ রাজ্যকেই শর্ত দিয়েছে কেন্দ্র। এখান থেকে ২.১ বিলিয়ন টন কয়লা উৎপাদিত হতে পারে।
এদিকে শুক্রবারই বিষ মদ কাণ্ডে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্যের কোথাও বিষমদের কারবার চলছে কিনা তা দেখতে হবে পুলিশকে। অন্য একটি প্রসঙ্গে বিগত বাম সরকাররে সমালোচনা করেন মমতা। তাঁর দাবি সাড়ে তিন দশকে বাম আমলে কোনও উন্নয়ন হয়নি। আর এখন তারা উন্নয়নে বাধা দিচ্ছে।