This Article is From May 07, 2018

জম্মু কাশ্মীরের নতুন উপ মুখ্যমন্ত্রী বলেছেন, কাঠুয়া ধর্ষণ '' একেবারেই সামান্য ঘটনা''.

''রসনার ঘটনাটা একেবারেই ছোট্ট একটা বিষয়...আশা করছি এমন ঘটনা এর পরে কখন ঘটবে না. বাচ্চাটি অবশ্যই এর সুবিচার পাবে.সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীনতা করতে হয়. তাই রসনাকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে পারব না.''   

New Delhi: কিছুদিন আগে আট বছরের একটা ছোট্ট শিশুকে নির্যাতন করে যেভাবে খুন করা হয়েছিল তা শুনে সারা ভারতবর্ষ যেন কেঁপে গেছিল. অথচ আজ নতুন উপ মুখ্যমন্ত্রী কাভিন্দর গুপ্ত ক্যাবিনেটে দাঁড়িয়েই এই ঘটনা সম্পর্কে যে বক্তব্য পেশ করেছেন, তা শুনে সকলেই হতবাক. যার ফলে এক ঘন্টার মধ্যেই ক্যাবিনেটের ভেতরে আদল-বদল দেখা যায়.

শ্রী গুপ্ত বলেছেন, ''রসনার ঘটনাটা একেবারেই ছোট্ট একটা বিষয়...আশা করছি এমন ঘটনা এর পরে কখন ঘটবে না. বাচ্চাটি অবশ্যই এর সুবিচার পাবে.সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীনতা করতে হয়. তাই রসনাকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে পারব না.'' 

কাঠুয়ার রসনা গ্রামের একটা আট বছরের শিশুকে অপহরণ, মাদক-প্রদান, ধর্ষণ এবং খুন -এর কথা শুনে চারদিকে প্রচুর আন্দোলনের সৃষ্টি হয়েছিল. এই ঘটনায় যারা অভিযুক্ত তারা সকলেই হিন্দু আর বাচ্চাটি ছিল মুসলমান. তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন সকলের মনেই উঠছে যে, তাহলে এই ঘটনার পরে যে হিন্দু একতা মঞ্চ মিছিল দেখা গেছিল তা কি ধর্ষক ও খুনিদের বাহবা দেওয়ার জন্য?

এই ঘটনার পরে বিজেপি নেতা রাম মাধব সাংবাদিকদের জানিয়েছেন যে, ''আমাদের সরকার গত তিন বছর ধরে দেশের শাসন করে চলেছে, তাই আমরা ঠিক করেছিলাম ক্যাবিনেটে একটা আদল-বদল করা জরুরি হয়ে পড়েছে, নতুন মানুষদের সুযোগ দেওয়া উচিত.''

কাভিন্দর গুপ্ত, 59, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাথে বহু বছর ধরে যুক্ত. তিনি যখন 13 বছরের তখন থেকেই তিনি এই দলের সাথে যুক্ত. 2014 সালে তিনি প্রথমবার রাজ্য মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন.
কিছুদিন আগে আট বছরের একটা ছোট্ট শিশুকে নির্যাতন করে যেভাবে খুন করা হয়েছিল তা শুনে সারা ভারতবর্ষ যেন কেঁপে গেছিল. অথচ আজ নতুন উপ মুখ্যমন্ত্রী কাভিন্দর গুপ্ত ক্যাবিনেটে দাঁড়িয়েই এই ঘটনা সম্পর্কে যে বক্তব্য পেশ করেছেন, তা শুনে সকলেই হতবাক. যার ফলে এক ঘন্টার মধ্যেই ক্যাবিনেটের ভেতরে আদল-বদল দেখা যায়.

শ্রী গুপ্ত বলেছেন, ''রসনার ঘটনাটা একেবারেই ছোট্ট একটা বিষয়...আশা করছি এমন ঘটনা এর পরে কখন ঘটবে না. বাচ্চাটি অবশ্যই এর সুবিচার পাবে.সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীনতা করতে হয়. তাই রসনাকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে পারব না.'' 

কাঠুয়ার রসনা গ্রামের একটা আট বছরের শিশুকে অপহরণ, মাদক-প্রদান, ধর্ষণ এবং খুন -এর কথা শুনে চারদিকে প্রচুর আন্দোলনের সৃষ্টি হয়েছিল. এই ঘটনায় যারা অভিযুক্ত তারা সকলেই হিন্দু আর বাচ্চাটি ছিল মুসলমান. তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন সকলের মনেই উঠছে যে, তাহলে এই ঘটনার পরে যে হিন্দু একতা মঞ্চ মিছিল দেখা গেছিল তা কি ধর্ষক ও খুনিদের বাহবা দেওয়ার জন্য?

এই ঘটনার পরে বিজেপি নেতা রাম মাধব সাংবাদিকদের জানিয়েছেন যে, ''আমাদের সরকার গত তিন বছর ধরে দেশের শাসন করে চলেছে, তাই আমরা ঠিক করেছিলাম ক্যাবিনেটে একটা আদল-বদল করা জরুরি হয়ে পড়েছে, নতুন মানুষদের সুযোগ দেওয়া উচিত.''

কাভিন্দর গুপ্ত, 59, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাথে বহু বছর ধরে যুক্ত. তিনি যখন 13 বছরের তখন থেকেই তিনি এই দলের সাথে যুক্ত. 2014 সালে তিনি প্রথমবার রাজ্য মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন.

 
kathua rape 

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.