This Article is From Mar 20, 2020

করোনা আতঙ্কে সেলফ-কোয়ারান্টাইনে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন: সূত্র

ডেরেক ও’ব্রায়েন সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘সরকার আমাদের সব রকম ঝুঁকিতে ফেলে দিয়েছে।’’

করোনা আতঙ্কে সেলফ-কোয়ারান্টাইনে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন: সূত্র

সেলফ-কোয়ারান্টাইনে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien)।

হাইলাইটস

  • সেলফ-কোয়ারান্টাইনে ডেরেক ও’ব্রায়েন
  • তৃণমূল সাংসদ সংসদে দুষ্মন্ত সিংহর পাশে বসেছিলেন
  • দুষ্মন্ত উপস্থিত ছিলেন করোনুআ আক্রান্ত কণিকা কাপুরের পার্টিতে

সংসদে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংহর পাশে বসার কারণে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O''Brien) সেলফ-কোয়ারান্টাইনে চলে গেলেন। দুষ্মন্ত জানিয়েছেন, তিনি গায়িকা কণিকা কাপুরের সঙ্গে একটি পার্টিতে ছিলেন। কণিকার শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়েছে। তাঁর সঙ্গে লখনউয়ে একটি পার্টিতে ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তাঁর পুত্র দুষ্মন্ত। তাঁরাও সেলফ-কোয়ারান্টাইনে রয়েছেন। শুক্রবার টুইট করে বসুন্ধরা একথা জানিয়েছেন।

করোনা আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের সংস্পর্শে আসায় তিনজন রাজনীতিবিদ আইসোলেশনে

বলিউড সুপারস্টারদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হলেন কণিকাই। তিনি জানিয়েছেন, তাঁর চিকিৎসা চলছে এবং তিনি সম্পূর্ণ কোয়ারান্টাইনে রয়েছেন।

জানা যাচ্ছে, গায়িকা ইংল্যান্ড থেকে সরাসরি লখনউয়ে আসেন। এরপর তাঁর শরীরে ফ্লুয়ের লক্ষণ দেখা যাওয়ায় তিনি একটি হাসপাতালে যান।

একদিনে সবথেকে বেশি করোনা আক্রান্ত দেশে, লাফিয়ে বাড়ল সংখ্যা: ১০ তথ্য

এদিন দুষ্মন্তর কথা জানার পরে ডেরেক ও'ব্রায়েন সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘সরকার আমাদের সব রকম ঝুঁকিতে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে ঘরবন্দি করার আর্জি জানিয়েছেন। অথচ সংসদ চলছে। আমি অন্যদিন আড়াই ঘণ্টা দুষ্মন্তর পাশেই বসেছিলাম। আরও দুই সাংসদ আইসোলেশনে চলে গিয়েছেন। অধিবেশন বন্ধ করে দেওয়া হোক।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.