This Article is From Apr 24, 2020

"পশ্চিমবঙ্গে আসা ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ, কারা পাঠাল তাঁদের?", প্রশ্ন ডেরেকের

Coronavirus: "লকডাউন চলাকালীন কী করে তারা ট্রেনে ভ্রমণ করছিলেন? কারা তাদের পাঠিয়েছে? স্ক্রিনিং? কত লোকের সাথে দেখা হয়েছিল?', প্রশ্ন তৃণমূল সাংসদের

Derek O'Brien Tweet: টুইট করেন ডেরেক ও'ব্রায়েন (ফাইল চিত্র)

হাইলাইটস

  • রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ
  • কিছুদিন আগে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসেন ওই জওয়ানরা
  • গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
নয়া দিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশের অনেক রাজ্যেই, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। কিন্তু সম্প্রতি যেভাবে দিল্লি থেকে এ রাজ্যে আসা ৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। শুধু সাধারণ মানুষই নন, এই ঘটনায় উদ্বিগ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও'ব্রায়ানও (Derek O'Brien)। তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে (Derek O'Brien Tweet) এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ১৪ এপ্রিল দিল্লি থেকে কলকাতায় বিশেষ ট্রেনে করে যে আরপিএফ জওয়ানরা আসেন তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। আর এই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন ডেরেক। তাঁর প্রশ্ন ছিল যখন দেশে লকডাউন চলছে তখন তাঁরা কীভাবে ট্রেনে করে এ রাজ্যে এলেন? তাঁদের কে বা কারা পাঠিয়েছে সেই নিয়েও প্রশ্নচিহ্ন রাখেন তিনি।

"করোনা সঙ্কটের সময় সবচেয়ে বড় শিক্ষা হল স্ব-নির্ভরতা", বললেন প্রধানমন্ত্রী

টুইটে ডেরেক লেখেন, ''খুব উদ্বেগজনক খবর। বাংলায় ৯জন আরপিএফ কর্মীর করোনা ধরা পড়েছে। খড়গপুরে ৬ জন, মেচেদা/উলুবেড়িয়াতে ১ জন করে। তারা সকলেই ১৪ই এপ্রিল ট্রেনে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন। লকডাউন চলাকালীন কী করে তারা ট্রেনে ভ্রমণ করছিলেন? কারা তাদের পাঠিয়েছে? স্ক্রিনিং? কত লোকের সাথে দেখা হয়েছিল?''

"রাজ্যের মানুষের জানা দরকার আসল ঘটনা কী": মু্খ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন রাজ্যপাল

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশই গুরুতর হচ্ছে। সরকারি পরিসংখ্যান মতে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৪ জন, যার মধ্যে আবার ইতিমধ্যেই ১৫ জন রোগী মারা গেছেন। আবার এঁদের মধ্যে থেকেই ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে, বর্তমানে বাংলায় সক্রিয় করোনা সংক্রমণের সংখ্যা ৩৯৬।

.