This Article is From Jul 19, 2018

উঠোনে জমা আবর্জনা ও নোংরা জলে ডুবে মৃত্যু হল শিশুর

কা’ম্যা তখনও ঠিক মতো হাঁটতে শেখেনি। সে শুধুমাত্র উঠে দাঁড়িয়ে দেওয়াল ধরে এক দুই পা এগোতে পারত বলে জানা গেছে

উঠোনে জমা আবর্জনা ও নোংরা জলে ডুবে মৃত্যু হল শিশুর

এগারো মাসের শিশুকন্যা কা’ম্যা ডেভিস গত 6ই জুলাই নিচে পড়ে গিয়ে মারা যায়

ডেট্রয়েটের ফার্গুসন স্ট্রিটের বাড়িটা দেখে আমেরিকার আর পাঁচটা সাধারণ বাড়ির থেকে আলাদা কিছু মনে হবে না। বাড়ির চারপাশে সবুজ বাগান- বাড়িটা একেবারেই সাধারণ। কিন্তু বাড়ির ভিতরের গল্পটা আলাদা। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে ও বাইরে উঠোনে জঞ্জালের স্তুপ। শোয়ার ঘরের দেওয়ালে একটা গর্ত, যেটা সরাসরি বাড়ির উঠোনে এসে নেমেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে ওই গর্ত দিয়েই এগারো মাসের শিশুকন্যা কা’ম্যা ডেভিস গত 6ই জুলাই নিচে পড়ে গিয়ে মারা যায়।

কিন্তু শিশুটা পড়ে গিয়ে ভয়ে বা আঘাতে মারা যায়নি। উঠোনে জমা আবর্জনা এবং নোংরা জলে ডুবে তার মৃত্যু হয়েছে, একথা ডেট্রয়েট নিউজে জানানো হয়েছে।

ওইদিন কা’ম্যার মা 26 বছরের ড্যাসিয়া জর্ডন চুল কাটাতে পার্লার গিয়েছিলেন। তাঁর 10 বছরের আর এক মেয়ের সঙ্গে কা’ম্যাকে বেবিসিটারদের কাছে রেখে গিয়েছিলেন।

গত এপ্রিল মাস থেকে ওই বাড়িতে পরিবারটা থাকত। কা’ম্যা তখনও ঠিক মতো হাঁটতে শেখেনি। সে শুধুমাত্র উঠে দাঁড়িয়ে দেওয়াল ধরে এক দুই পা এগোতে পারত বলে জানা গেছে। পড়ে যাওয়ার আগে শিশুটি বাড়ির মধ্যেই একা ঘুরে বেড়াচ্ছিল বলে জানা গেছে।

ডেট্রয়েট আদালতের তরফে কা’ম্যার মা এবং বাড়ির কর্ত্রীর বিরুদ্ধে বাড়ির ভয়ঙ্কর পরিস্থিতি জানা সত্ত্বেও শিশুটিকে একা রেখে যাওয়ার জন্য শিশু নিগ্রহের দ্বিতীয় ধারায় অভিযোগ আনা হয়েছে।

কা’ম্যার মৃত্যু প্রসঙ্গে একটা গোফাউন্ড পেজে জানানো হয়, গভীর রাত পর্যন্ত জর্ডন জানতে পারেনি কা’ম্যার কী হয়েছে। তাঁর কাছে বার্তা পাঠানো হয়েছিল যে তাঁর বাড়ি ফেরা প্রয়োজন। পরবর্তীকালে বেবিসিটারকে ফোন করলে তিনি জানান তাঁদের হাসপাতালে যেতে হয়েছে। জর্ডন ভেবেছিল হয়তো হাত- পা ভেঙে গেছে, অতটাও গুরুতর কিছু না। পরবর্তীকালে হাসপাতালে এসে সে ট্র্যাজিক খবরটা জানতে পারে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.