This Article is From Feb 21, 2019

ঢাকার আবাসনে আগুন লেগে কমকরে ৬৯ জনের মৃত্যু, টুইটে শোকপ্রকাশ মমতার

বিধ্বংসী আগুনে অন্তত  ৬৯ জনের মৃত্যু  হল। ঢাকার চকবাজারের  একটি আবাসনে  এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ওই আবাসনটিকে রাসায়নিক গুদামঘর হিসেবেও  ব্যবহার করা  হত বলে খবর।

ঢাকার আবাসনে আগুন লেগে কমকরে ৬৯ জনের মৃত্যু, টুইটে শোকপ্রকাশ মমতার

ধাপে ধাপে  ২০০ জন দমকল কর্মীকে  ঘটনাস্থলে  নিয়ে আসা হয়।

হাইলাইটস

  • ঢাকার চকবাজারের আবাসনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে
  • এ পর্যন্ত ৪৫ টি দেহ উদ্ধার হলেও মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
  • প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত বড় আকার ধারন করে আগুন
ঢাকা:

বিধ্বংসী আগুনে অন্তত ৬৯ জনের মৃত্যু  হল। ঢাকার চকবাজারের  একটি আবাসনে  এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ওই আবাসনটিকে রাসায়নিক গুদামঘর হিসেবেও  ব্যবহার করা  হত বলে খবর। বাংলাদেশের দমকল বিভাগের প্রধান আলি আহমেদ জানিয়েছেন এ পর্যন্ত ৪৫ টি দেহ উদ্ধার হলেও মৃতের সংখ্যা  আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  তিনি জানান সিলিন্ডার বিস্ফোরণই  আগুন লাগার সম্ভাব্য কারণ। তাছাড়া ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত বড় আকার ধারন করে আগুন। আশপাশের মোট চারটি  বাড়িতেও ছড়িয়ে পড়ে  আগুন। ওই বাড়ি  গুলিতেও রাসায়নিক সামগ্রীর গুদাম  ছিল পাশাপাশি তৈরি হত পারফিউমও। সব  মিলিয়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। দমকলের অনুমান আগুন লাগার  সময় বহু মানুষ ভেতরে আটকে ছিলেন। বেরনোর রাস্তা  শ্রু হওয়ায় অনেকেই ভেতরে আটকে  পড়েন। সে অবস্থাতাতেই  হয়  তাঁদের মৃত্যু হয়। ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট  করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্নোগ্রাফির বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা, ২০ হাজার সাইট বন্ধ করে দিল বাংলাদেশ

জানা গিয়েছে বুধবার  রাত ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন লাগে ধাপে ধাপে  ২০০ জন দমকল কর্মীকে  ঘটনাস্থলে  নিয়ে আসা হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল গুলি দেখিয়েছে আবাসনের উপরের দিকে পৌছতে ফায়ার ল্যাডারের ব্যবহার করেছেন দমকল কর্মীরা। তবু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। মৃত্যুর পাশাপাশি আগুনের ধোঁয়া বা অন্য কারণে আরও ৪৫ জন অসুস্থ হয়েছেন বলে  খবর।  তাঁদের মধ্যে  চার জনের অবস্থা ভাল নয়।   এই ঘটনা থেকে অনেকেরই ২০১০ সালের আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা  মনে  পড়ে যাচ্ছে। সেবার একই ভাবে আগুন লেগেছিল  এরকমই একটি আবাসনে। সেই আগুনে  প্রাণ হারান ১২০ জন মানুষ । তার পর আবার এমন একটা  ভয়াবহ ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানীতে। ওই ঘটনার পর প্রশাসন  কিছুটা কড়া  অবস্থান নেয়। বসবাসের জন্য ব্যবহার হয়  এমন বাড়ি বা আবাসনে রাসায়নিক সামগ্রীর গুদাম করলে শাস্তির মুখে  পড়তে হবে বলে  জানানো হয়। কিন্তু এদিনের ঘটনা প্রমাণ করল সেই নির্দেশিকায় কাজের কাজ তেমন কিছু হয়নি।                           



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.