Dhanteras 2019: এই দিন সোনা বা রুপোর গয়না কেনা শুভ
নয়া দিল্লি: দীপাবলির (Diwali) আগের দিন ধনতেরাস (Dhanteras)। শাস্ত্র মতে, এইদিন সৌভাগ্য-সমৃদ্ধি বাড়াতে সবাই একটুকরো সোনা বা রুপো কিনে ঘরে আনেন। যাঁদের সোনা বা রুপো কেনার সামর্থ্য নেই তাঁরা সেদিন নতুন বাসনপত্রও ঘরে কিনে নিয়ে আসেন। কথিত আছে, এই দিন নতুন জিনিস কিনে আনা মানে নিজের সুখ-সমৃদ্ধিকে আহ্বান জানানো। এই বিশেষ দিনে কী কী কিনলে আপনি শ্রী-সমৃদ্ধি ধরে রাখতে পারবেন? রইল তারই হদিশ---
সোনা না লোহা? রক্তাল্পতা কমাতে এবারের ধনতেরাসে সবাই Iron Lady!
ধনতেরাসের তিনি আর শুভ মুহূর্ত
তিথি: ২৫ অক্টোবর ২০১৯।
শুরু: সন্ধে ৭.০৮ মিনিট থেকে।
শেষ: ২৬ অক্টোবর বেলা ৩.২৬ মিনিটে।
পুজোর সময়: ২৫ অক্টোবর সন্ধে ৭.০৮ মিনিট থেকে রাত ৮.১৩ অক্টোবর পর্যন্ত।
থাকবে: ১ ঘণ্টা ৫ মিনিট।
'দিওয়ালি কা সফর', বাড়ি থেকে যাঁরা দূরে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন?
ধনতেরাসের দীন কী কিনবেন?
- যাঁরা সোনা-রুপোর গয়না কিনতে পারবেন না তাঁরা সোনা বা রুপোর মুদ্রা কিনুন।
- এই দিন ধনদেবতা কুবেরের পুজো করা হয়। পুরাণ বলছে, কুবেরকে সন্তুষ্ট করার উপায় রুপোর সামগ্রী দান। তাই তাঁকে সন্তুষ্ট করতে একটুকরো রুপো যদি ঘরে কিনে এনে রাখা হয় তাহলে সুখ-সমৃদ্ধি-শ্রী-যশ আপনার ঘরে বাঁধা থাকবে।
- যাঁরা বাসন কেনেন তাঁরা পিতল আর রুপোর বাসন কিনুন। .সমৃদ্ধি বাড়বে।
- পুরাণ মতে, ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় পূর্ণ কলস হাতে উঠেছিলেন। তাই জল রাখার পাত্র অর্থাৎ কলসি এই বিশেষ দিনে কেনা অতি শুভ।
- এইদিন ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশ পুজোর পাশাপাশি খাতা পুজো করেন। ব্যবসার উন্নতির জন্য।
- মাটির ছোট প্রদীপে ঘি দিয়ে প্রতি ঘরে অন্তত একটি করে জ্বালান।
- লক্ষ্মী দেবীর শ্রী যন্ত্র এই দিন অনেকেই ঘরে স্থাপন করেন।
- গয়না, বাসন, কলসি ছাড়াও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সি, ডিনার সেট বা ফার্নিচারও কিনতে পারেন।
- এইদিন বাহন কেনাও অতি শুভ। তাই চাইলে অন্তত দু-চাকার বাহন ঘরে নিয়ে আসুন। .
- চঞ্চলা লক্ষ্মীকে অচলা করতে এদিন অনেকেই কড়ি কেনেন। কারণ, দেবী লক্ষ্মীর নাকি কড়ি বড় প্রিয়।
- দেবীর আরেকটি পছন্দের জিনিস গোটা ধনে। এই দিন সেটাও কিনতে পারেন।
- ধনতেরাসের দিন ঝাড়ু কেনাও শুভ। কথিত আছে, ঝাড়ু দরিদ্রতা দূর করে।
একা নন, দেবী কালীকা চার বোনকে নিয়ে পূজিতা হন কোথায়?
কী কিনবেন না?
- এইদিন কাচের জিনিস কিনবেন না।
- কালো রঙের কোনও জিনিস কিনবেন না।
- কাঁচি-ছুরি বা কোনও ধারালো অস্ত্র কিনবেন না।
কী কী মেনে চলবেন?
- ধনতেরাসের আগে ঘরদোর পরিচ্ছন্ন রাখুন। পরিচ্ছন্ন ঘরে দেবী লক্ষ্মী আর কুবেরের পুজো করুন।
- নতুন বাসন কিনে তাতে একটু মিষ্টি রেখে ঘরে তুলুন। খালি বাসন ঘরে তুলতে নেই।.
- এই দিন ঋণ করবেন না বা ঋণ দেবেন না।
Click for more
trending news