This Article is From Jun 03, 2019

''দিদি ভাল নেই'', জয় শ্রী রাম বিতর্কে মমতাকে কটাক্ষ বাবুলের

চলতি চর্চার মধ্যে আরও কয়েক ধাপ এগিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন , ‘আমরা চাইব মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

''দিদি ভাল নেই'', জয় শ্রী রাম বিতর্কে মমতাকে কটাক্ষ বাবুলের

মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য: উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ

হাইলাইটস

  • দিদি ভাল নেই, জয় শ্রী রাম বিতর্কে মমতাকে কটাক্ষ বাবুলের
  • মমতার বাড়িতে ১০ লাখ পোস্ট কার্ড পাঠানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি
  • মমতা অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী কিন্তু তাঁর আচরণ অস্বাভাবিকঃ বাবুল
নিউ দিল্লি:

জয় শ্রীরাম বিতর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Bannerjee) বাড়িতে ১০ লাখ পোস্ট কার্ড পাঠানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। এবার আরও কয়েক ধাপ এগিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন , ‘আমরা চাইব মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাই তাঁকে গেট ওয়েল সুন কার্ড পাঠাবো। মমতা একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী   কিন্তু তাঁর আচরণ অস্বাভাবিক এবং অদ্ভুত। তিনি কোন পদে আসীন এবং তার গরিমা কী সেটা মমতার মনে রাখা উচিত। রাজ্যে বিজেপির উপস্থিতিতে তিনি ভয় পেয়েছেন।  বোঝাই যাচ্ছে  তিনি ভাল নেই। আর তাই আমি মনে করি মুখ্যমন্ত্রীর কিছুদিনের ছুটি নেওয়া উচিত।'জয় শ্রীরাম বিতর্কের পর মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক ছবি এবং লেখা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তার বেশিরভাগই আপত্তিকর। এ প্রসঙ্গে বাবুল বলেন, ‘মমতাকে নিয়ে এ ধরনের অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এটা কারও জন্য ভাল নয়। আমি আসানসোল লোকসভা কেন্দ্রের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেট ওয়েল সুন কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।'

“জয় শ্রীরাম” স্লোগান ভাল, বিজেপি যেভাবে ব্যবহার করছে সেটা নয়: মমতা

9ga18a9o

জয় শ্রী রাম  বিতর্ক ক্রমশ বড় আকার ধারন করছে

এর আগে  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে পাল্টা সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। তিনি বললেন মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য। জয় শ্রীরাম (Jay Sree Ram) ধ্বনি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা। হিরণ্যকশ্যপ তাঁর ছেলে প্রহ্লাদকে  ঈশ্বর বিশ্বাসের জন্য বন্দি করেছিলেন। সেই বিষয়টি ফের একবার টেনে আনলেন সাক্ষী মহারাজ। তাঁর কথায় একজন রাক্ষস ছিলেন। তাঁর নাম হিরণ্যকশ্যপ। তাঁর ছেলে বলেছিলেন জয় শ্রী রাম। তাই বাবা  তাঁকে শাস্তি দিয়েছিলেন। এই একই ঘটনা বাংলায় হচ্ছে। আর রকম সকম  শুনে মনে হচ্ছে মমতা হিরণ্যকশ্যপের পরিবারের সদস্য। তাই যারা জয় শ্রীরাম বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মমতা।  সংবাদ সংস্থা এএনআই এই সংবাদ প্রকাশ করেছে।

.