This Article is From Nov 10, 2018

অল্পের জন্য হাওড়ায় ট্রেনে কাটা পড়তে গিয়ে বেঁচে গেলেন ট্রেনের গার্ড স্বয়ং

ট্রেনটি ছাড়ার আগে ট্রেনের তলার পাইপগুলো পরীক্ষা করে দেখছিলেন ট্রেনটির গার্ড। আচমকা ট্রেনটি চলতে শুরু করে।

Advertisement
অল ইন্ডিয়া

এই ঘটনায় ট্রেনটির গার্ড জখম হননি বলে জানা গিয়েছে

হাওড়া:

গতকাল একটু'র জন্য বেঁচে গেলেন দিঘাগামী এক্সপ্রেস ট্রেনের গার্ড। গতকাল সংশ্লিষ্ট ট্রেনটি ছাড়ার আগে ট্রেনের তলার পাইপগুলো পরীক্ষা করে দেখছিলেন ট্রেনটির গার্ড। আচমকা ট্রেনটি চলতে শুরু করে। কোনও মতে সরে এসে একচুলের জন্য বেঁচে যান ট্রেনটির গার্ড।

রেলের এক পদস্থ কর্তা শনিবার এই কথা জানান। ঘটনাটি শুক্রবার যখন ঘটে, তখনও ট্রেনটি হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিল। ওই সময় ট্রেনের ফিড পাইপে সমস্যা দেখা দেয়। গার্ড নেমে গিয়ে ট্রেনটির ফিড পাইপ ঠিক করতে বসেন।

ওই সময়ই ঠিকঠাক সংযোগরক্ষা না হওয়ার ফলে ট্রেনের চালক ইঞ্জিন চালিয়ে দেন। তার ফলে ট্রেনটিও চলতে আরম্ভ করে। সংবাদমাধ্যমকে এই কথা জানান দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ কর্তা সঞ্জয় ঘোষ।

Advertisement

ওই সময় স্টেশনে থাকা সব মানুষ চিৎকার করতে আরম্ভ করার সঙ্গে সঙ্গেই চালক সতর্ক হয়ে গিয়ে ট্রেন থামিয়ে দেন। এই ঘটনায় ট্রেনটির গার্ড জখম হননি বলে জানা গিয়েছে।

সঞ্জয় ঘোষ জানিয়েছেন, ঠিক কী ঘটেছিল ওই সময়, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেলের বিশেষ তদন্তকারী দল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement