This Article is From Sep 02, 2018

রবীন্দ্র-সৃষ্টির ডিজিটাল সংকলন প্রকাশ্যে

এবার  ডিজিটাল হলেন রবীন্দ্রনাথ। তবে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে। রবীন্দ্র গবেষক পূর্ণেন্দুবিকাশ সরকার করলেন এই কাজটা।

রবীন্দ্র-সৃষ্টির ডিজিটাল সংকলন প্রকাশ্যে

সংকলনের নাম রবীন্দ্র কবিতা আর্কাইভ।

কলকাতা:

তিনি নিজেই লিখে গিয়েছিলেন একশো বছর পরেও তাঁর লেখা পড়া হবে। সে কথা সত্যি হয়েছে অক্ষরে অক্ষরে। বাঙালি জীবনের সর্বত্র আজও বিরাজ করছেন রবীন্দ্রনাথ। প্রতিটি সময় নিজের মতো করে আবিষ্কার করে চলেছে তাঁকে। আর এবার ডিজিটাল হলেন রবীন্দ্রনাথ। তবে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে। রবীন্দ্র গবেষক পূর্ণেন্দুবিকাশ সরকার করলেন এই কাজটা। তারকাখচিত অনুষ্ঠানে প্রকাশ্যে এল এই ডিজিটাল সংকলন। এতে 3,500টি কবিতা থাকছে। তার মধ্যে রয়েছে এমন 15 টি কবিতা সেগুলি নিজেই পাঠ করে গিয়েছেন কবি। বাকিগুলি পাঠ করেছেন প্রায় আড়াই শো জন বিশিষ্ট মানুষ। থাকছে 110টি রবীন্দ্র সংগীতও। পাশাপাশি ইংরেজি ভাষায় অনুবাদ করা 103টি কবিতাও থাকছে সংকলনে। তাছাড়া সবচেয়ে জনপ্রিয় ষাটটি কবিতাকে দেওয়া হয়েছে আলাদা স্থান।        

সংকলনের নাম রবীন্দ্র কবিতা আর্কাইভ। পূর্ণেন্দু জানান, গবেষণা করতে গিয়ে তিনি দেখতে পান রবি ঠাকুরের 150টি বাদ দিয়ে অন্য কবিতার কথা সেভাবে কেউ জানে না। সেই সংখ্যাটা যে কত হতে পারে, সেই ধারনাও নেই অনেকের। তাই এমন একটা কাজ হাতে নিয়েছেন। প্রায় পাঁচ বছর ধরে চেষ্টার পর গোটা বিষয়টি শেষ করা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেন বলেছেন, পূর্ণেন্দু যা করেছেন সেই কাজটা বিশ্বভারতীর করা উচিত ছিল। এটি যে রবীন্দ্র সৃষ্টির সামগ্রিক সংকলন তাতে  কোনও সন্দেহ নেই। এর মাধ্যমেই আগামী প্রজন্ম রবীন্দ্রনাথকে চিনবে। শঙ্খ ঘোষও মনে  করেন এটি একটি মনে রাখার মতো কাজ। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তফিকুল হাসান  জানান এই ডিজিটাল আর্কাইভ বিশ্বের নানা প্রান্তে  ছড়িয়ে ছিটিয়ে থাকা 25 কোটি  বাঙালির কাছে অমূল্য সম্পদ।

   

.