This Article is From Feb 04, 2020

তৃণমূল রাজ্যে রাজনৈতিক অস্পৃশ্যতা শুরু করেছে: দিলীপ ঘোষ 

তিন‌ি বলেন, ‘‘প্রধানমন্ত্রী গো ব্যাক বা রাজ্যপাল গো ব্যাক স্লোগান তোলা হলেও অনুপ্রবেশকারী গো ব্যাক বলা হয়নি।’’

Advertisement
অল ইন্ডিয়া Posted by (with inputs from ANI)

সংসদে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ।

Highlights

  • সংসদে তৃণমূল সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের
  • তাঁর অভিযোগ, তৃণমূল রাজ্যে রাজনৈতিক অস্পৃশ্যতা শুরু করেছে
  • রাজ্যে বিজেপিকে রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান তিনি

বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে কাঠগড়ায় তুললেন সংসদে। অভিযোগ জানালেন, রাজ্যের শাসক দল রাজ্যে ‘রাজনৈতিক অস্পৃশ্যতা' শুরু করেছে। এবং ‘গো ব্যাক' স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের উদ্দেশে দেওয়া হলেও অনুপ্রবেশকারীদের দেওয়া হয়নি বলেও কটাক্ষ করেন তিনি। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে দিলীপ ঘোষ অভিযোগ আনেন, রাজ্যে বিজেপিকে রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।

দিলীপ আরও অভিযোগ জানান, জেলা শাসকরা বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা করেন না। পাশাপাশি জেলার উন্নয়ন ও পর্যবেক্ষণ কমিটির বৈঠক ‘দিশা'-তেও বিজেপির কাউকে ডাকা হয় না বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন একটি সাম্প্রতিক ঘটনার, যেখানে এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চে থাকার জন্য তৃণমূল তাদের এক দলীয় সদস্যকে শো কজ করে।

Advertisement

বিজেপি সভাপতি আরও বলেন, সিএএ-বিরোধিতায় সবথেকে বেশি জনসম্পত্তি নষ্ট করার ঘটনা ঘটেছে এরাজ্যেই। এমনকী, বহু জায়গায় রেললাইনও তুলে ফেলা হয়। তা সত্ত্বেও কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি বলে অভিযোগ তো‌লেন তিনি।

তিন‌ি বলেন, ‘‘প্রধানমন্ত্রী গো ব্যাক বা রাজ্যপাল গো ব্যাক স্লোগান তোলা হলেও অনুপ্রবেশকারী গো ব্যাক বলা হয়নি।''

Advertisement

তিনি আরও বলেন, বিরোধীরা যতই সিএএ-কে ‘না' বলুক না কেন, রাজ্যে ‘‘নো টিএমসি, নো কংগ্রেস, নো সিপিআইএম'' হবে।

Advertisement