Read in English
This Article is From Aug 27, 2019

‘তৃণমূল মারলে পুলিশকেও ধরে মারুন’, বিজেপি কর্মীদের নির্দেশ দিলীপ ঘোষের

দুর্নীতিতে অভিযুক্ত হলে পরিণতি হবে পি চিদাম্বরমের মতো। তৃণমূলকে নিশানা করে হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

Advertisement
Kolkata Translated By

হিংসায় উস্কানিমূলক মন্তব্যের জেরে পুলিশ দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করেছে। (ফাইল ছবি)

কলকাতা:

মারের বদলা মার। নিদান বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তৃণমূল বিজেপি কর্মী, সমর্থকদের আক্রমণ করলে তাদের পাল্টা মারতে হবে। প্রয়োজনে পুলিশকেও দেখে নিতে হবে। পরিণাম যা হওয়ার তা বুঝে নেওয়া যাবে বলে স্পষ্ট করে দিলেন মেদিনীপুরের সাংসদ। দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাবন্দি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম । তা মনে করিয়ে দিয়ে এদিন রাজ্যের শাসক শিবিরকে হুঙ্কার দেন বিজেপি গেরুয়া দলের এই নেতা। হিংসায় উস্কানি দেওয়ার অপরাধে মঙ্গলবার দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। নিন্দায় সরব তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপি সাংসদ বলেন, ‘রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের হেনস্থা নিয়মে পরিণত হয়েছে। যা মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের ধরার বদলে পুলিশ তাদের ছেড়ে দিচ্ছে। আপনাদের বলছি যদি ওরা আক্রমণ করে তবে, তৃণমূল হোক বা পুলিশ পাল্টা মার দেবেন। তারপরের দায়িত্ব দায়িত্ব আমাদের।'  

গণপিটুনি রুখতে বিল আনছে রাজ্য সরকার

তৃণমূল নেতাদের মশা ও পতঙ্গের সঙ্গে তুলনা করেন বিজেপি রাজ্য সভাপতি। পি চিদাম্বরমের উদাহরণ টেনে তিনি বলেন, ‘যদি রাঘব বোয়ালরা জেলে যায়, তবে তৃণমূলের নেতারা তো মশা, মাছির মতো।'

Advertisement

দিলীপ ঘোষের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল শিবির। শাসক দলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ওনার মন্তব্যে বিজেপি নেতৃত্বের মানসিকতা ধরা পড়ছে। রাজ্যকে অশান্ত করতেই এই ধরণের উস্কানিমূলক মন্তব্যের নিন্দা করি।'

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই। যাকে অবশ্য পাত্তা দিচ্ছেন না তিনি। তাঁর কথায়, ‘বিজেপি কর্মী, সমর্থকরা তৃণমূলের হাতে মার খাবে, পুলিশ কিছু পদক্ষেপ করবে না। এই পরিস্থিতি না বদলালে পের তিনি একথাই বলবেন।'

Advertisement
Advertisement