আন্তর্জাতিক বাজারে এই হাতির দাঁতের মোট মূল্য ১.৬৯ কোটি টাকা। (ছবি প্রতীকী)
হাইলাইটস
- শিলিগুড়ির কাছে ঘোষপুকুর থেকে উদ্ধার করা হয় হাতির দাঁতগুলো
- দাঁতগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ায় চোরাচালানের লক্ষ্য ছিল
- অসমের জঙ্গল থেকে চোরাশিকারীরা দাঁতগুলো চোরাচালান করেছিল
শিলিগুড়ি: প্রায় ১৭ কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার করল ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টালিজেন্স (ডিআরআই)। বুধবার একটি সরকারি বিবৃতিতে এই কথা জানানো হয়। শিলিগুড়ির কাছে ঘোষপুকুরের একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় দাঁতটি। গাড়িটি কলকাতার দিকে আসছিল। দাঁতটি চারভাগে ভাগ করা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গুয়াহাটি থেকে কালো চা নিয়ে আসা হচ্ছিল ওই গাড়িতে করে। বিবৃতিতে জানানো হয়, ওই আটক গাড়ির চালক স্বীকার করেছে যে, বৈহাটার চড়িয়ালিতে তার জিম্মায় হাতির দাঁতটি তুলে দেওয়া হয় কলকাতায় নিয়ে আসার জন্য।
রাফাল বিতর্কে তীব্র ব্যঙ্গে লোকসভা তোলপাড় রাহুলের
বিবৃতিতে আরও জানানো হয়, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসমের জঙ্গল থেকে চোরাশিকারিরা ওই হাতির দাঁতটি নিয়ে কলকাতা হয়ে বাংলাদেশ দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পাঠাতে চেয়েছিল'।
"তৃণমূল একটা রাজ্যই চালাতে পারে না, দেশ চালাবে কী করে", তীব্র আক্রমণ রাহুল সিনহার
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই হাতির দাঁতের মোট মূল্য ১.৬৯ কোটি টাকা। এর আগেও হাতির দাঁতের চোরাচালান রুখে দিয়েছে ডিআরআই। গত বছরই এমন চারটি ঘটনায় মোট ৩৮.৬ কেজি ওজনের হাতির দাঁত আটক করে এই সংস্থা।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)