সপুত্র উদ্ধব ঠাকরে (বাঁদিকে) প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
হাইলাইটস
- "সিএএ নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই"
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বললেন উদ্ধব ঠাকরে
- শুক্রবার সপুত্র নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: এনআরসি আর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন উদ্ধব ঠাকরে। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পুত্র আদিত্য ঠাকরেকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। দিল্লিতে বৈঠক করেন ওই দুই নেতা। এরপরেই বৈঠকের নির্যাস প্রসঙ্গে বলতে গিয়ে উদ্ধব ঠাকরে বলেন, "আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছে এনআরসি'র মাধ্যমে দেশব্যাপী নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়া চালু করা হবে না। তাই সিএএ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।" স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ঘোষণা করেছিলেন, গোটা দেশে এনআরসি লাগু করা হবে। সেই ঘোষণা ঘিরে বেড়েছিল উদ্বেগ। বিরোধী শিবিরের দাবি ছিল, এনআরসি'র মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করিয়ে সিএএ'র মাধ্যমে নাগরিকত্ব কাড়া হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি নস্যাৎ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। দেশব্যাপী এনআরসি লাগুর কোনও পরিকল্পনা নেই। ঝাড়খণ্ডের এক জনসভায় দাবি করেছিলেন তিনি।তবে উদ্ধবের এদিনের দাবি, সিএএ অ এনআরসি নিয়ে তৈরি হওয়া সেই উদ্বেগ খানিকটা প্রশমিত করতে পারে। এমনটাই মত বিশেষজ্ঞদের।
"আমরা বাণিজ্য নিয়ে কথা বলবো," ভারত সফরের আগে কলোরাডোতে মার্কিন প্রেসিডেন্ট
এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দিল্লিতে বলেন, "আমি প্রধানমন্ত্রীজির কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছি। সিএএ, এনআরসি আর এনপিআর নিয়ে আলোচনা করেছি। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। শরণার্থী হিসেবে থাকা সংখ্যালঘুরা বরং লাভবান হবেন। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছে, দেশব্যাপী এনআরসি লাগু করার কোনও ভাবনা নেই। যদি আমরা নাগরিকদের পক্ষে কোনও বিপদ দেখি, তাহলে সবার আগে বিরোধ করব।"
বোরখা বিতর্ক: 'মেয়ে নিজের ইচ্ছেয় এই পোশাক পরে', সরব রহমান
সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ, তিন পড়শি মুসলিম অধ্যুষিত দেশ থেকে ভারতের শরণে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে। এই আইন কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কাড়বে না। এমন দাবি প্রথম থেকেই করে এসেছে কেন্দ্র। কিন্তু বিরোধীদের দাবি, "এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আর সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।