This Article is From Oct 28, 2019

Diwali 2019: একতা কাপুরের গ্র্যান্ড পার্টিতে শাহিদ, মীরা ছাড়াও আর কারা কারা এলেন?

Diwali 2019: সোহা আলি খান পার্টিতে এসেছিলেন তাঁর স্বামী কুণাল খেমুকে সঙ্গে নিয়ে

Diwali 2019: একতা কাপুরের গ্র্যান্ড পার্টিতে শাহিদ, মীরা ছাড়াও আর কারা কারা এলেন?

Diwali 2019 : Ekta Kapoor গ্র্যান্ড পার্টিতে Shahid, Mira ছাড়াও আর কারা কারা এলেন? দেখুন ছবি

হাইলাইটস

  • Ekta Kapoor hosted a grand Diwali party on Saturday
  • She invited a major chunk of Bollywood celebrities
  • Huma Qureshi arrived at the party dressed in a black outfit
নয়াদিল্লি:

পরিচালক একতা কাপুর তার মুম্বইয়ের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন। আর সেই পার্টিতে এসেছিলেন বলিউডের একঝাঁক তারকা যারা শনিবারের রাতকে স্মরণীয় করে রাখলেন। অতিথির তালিকা ছিল লম্বা। কে ছিলেন না সেই তালিকায় ! ঋষি কাপুর তাঁর স্ত্রী নীতু কাপুর, শাহিদ কাপুর, মীরা রাজপুত, রাজকুমার রাও, তাঁর সঙ্গিনী পত্রলেখা, হুমা কুরেশি, নুসরাত ভারুচা, সোহা আলি খান, তাঁর স্বামী কুণাল খেমু, মৌনী রায়, চাঙ্কি পান্ডের মতো অনেক তারকার সমাবেশ হয়েছিল একতা কাপুরের পার্টিতে। প্রথম এসেছিলেন ঋষি কাপুর, সঙ্গে ছিলেন তার স্ত্রী নীতু কাপুর। হলুদ রঙের কুর্তিতে নীতুকে লাগছিল একেবারে অন্যরকম।
নিঃসন্দেহেই যখন শাহিদ কাপুর এবং মীরা এলেন পার্টিতে সবার নজর ছিল তাদেরই দিকে। উজ্জ্বল রঙের পোশাকে এসেছিলেন শাহিদ-মীরা। উজ্জ্বল গোলাপী রঙের সালওয়ার সুট পড়েছিলেন মীরা আর কমলা রঙের কুর্তা পায়জামায় সেজেছিলেন শাহিদ। অনবদ্য লাগছিল দুজনকেই!

9135sh7o

bavpnfiএকতা কাপুরের দীপাবলি পার্টির ভিতরের ছবি

সাদা সোনালী শাড়িতে পত্রলেখাকেও ভীষণ উজ্জ্বল দেখাচ্ছিল রাজকুমারের সঙ্গে।

9mf1nhtএকতা কাপুরের দীপাবলি পার্টির ভিতরের ছবি

অনুষ্ঠানে ঢোকার সময় ফটোগ্রাফারদের পোজ দিলেন সোহা আলী খান এবং তার স্বামী কুনাল খেমু। অনুষ্ঠানে সাদা পোশাকে এসেছিলেন সোহা, বরাবরের মতো তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আর কুনাল খেমু পরেছিলেন হালকা সবুজ রঙের কুর্তা আর সাদা পায়জামা।

rma468dএকতা কাপুরের দীপাবলি পার্টির ভিতরের ছবি

অনুষ্ঠানের ড্রেসকোড ঘোরাফেরা করলো উজ্জ্বল থেকে প্যাস্টেল শেডের উপর। যেমন মৌনি রায় ধূসর রঙের উত্তর প্রিন্টের শাড়ি পরেছিলেন আবার হুমা কুরেশি আর নুসরাত ভারুচা পরেছিলেন উজ্জ্বল রঙের traditional পোশাক।
u9gf23cg

a6pc2gdo
qak8tjng

টেলি শিল্পী অনিতা হাসানান্দনি এসেছিলেন তার স্বামী রোহিত রেড্ডি কে নিয়ে, দুজনেই পরেছিলেন মানানসই পোশাক।

294t4i1o

দিদির পার্টি বলে কথা ভাইকে মিস করতে পারে ! তাই তুষার কাপুর এসেছিলেন দিদি পার্টিতে আফতাব শিবদাসানি তার স্ত্রী নিন দাসঞ্জের সঙ্গে তুষার কাপুরকে দেখা গেল চিত্র গ্রাহকদের জন্য পোজ দিতে।

q7mjd0d

শুভ দীপাবলি তোমাদের !

.