DMK Leader: তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
হাইলাইটস
- এক ডিএমকে নেতাকে ভিডিয়োতে এক মহিলাকে লাথি মারতে দেখা যায়।
- 2. ঘটনাটি মে মাসের বলে অনুমান পুলিশের
- ওই মহিলার থেক্লে সেলভাকুমার 5 লক্ষ টাকা পেতেন বলে পুলিশ জানিয়েছে
Chennai: ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের। কিন্তু সেটাই এখন আলচনার কারণ হয়ে উঠেছে। তাতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকের এক প্রাক্তন নেতাকে । তিনি বিউটি পার্লারে ঢুকে এক মহিলাকে লাথি মারছেন। একের পর এক লাথি আছড়ে পড়ছে মহিলার শরীরে এখানে ওখানে। যন্ত্রণায় আর্তনাদ করছেন মহিলা।
তবু থামছেন না নেতা। পাশে দাঁড়িয়ে থাকা আরও তিন মহিলা তাঁকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু কিছুই শুনতে পাচ্ছেন না নেতা। ভিডিও প্রকাশ্যে আসার পর পেরাম্বালুর জেলার সেলভাকুমার নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
দলের প্রাথমিক সদস্য পদও খুইয়েছেন তিনি। পুলিশ জানতে পেরেছে ঘটনাটি ঘটেছে মে মাসের 25. তারিখ। ওই মহিলা সেলভাকুমারের থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন। এদিকে জনমানসে দলের ভাবমূর্তি খারাপ করার জন্য ডিএমকে থেকে নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।