This Article is From Feb 04, 2019

কেন্দ্র-রাজ্য সংঘাতঃ দিদির সত্যাগ্রহে সমর্থন জানালেন স্ট্যালিন

রবিবার রাতে টুইট করে ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বলেন, গণতন্ত্রের ঘোর অন্ধকারের দিন আজ। গণতন্ত্র বাঁচাতে ফাসিস্ত বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই মনে রাখবে গোটা দেশ।

কেন্দ্র-রাজ্য সংঘাতঃ দিদির সত্যাগ্রহে সমর্থন জানালেন স্ট্যালিন

মমতাকে সমর্থন জানালেন স্ট্যালিন।

চেন্নাই:

বিকেলে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা। সেখানে তাদের ঢুকতে বাধা দেওয়ার পর রীতিমত আটক করে থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ। সিবিআইয়ের দুটো দফতরও ঘিরে ফেলে পুলিশ। সিবিআই অফিসারদের কার্যত ধাক্কা মারতে মারতে গাড়িতে তুলল পুলিশ। তারপর রাতে পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার ‘প্রতিবাদ'-এ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন নাটকীয় ও চরম উত্তেজনার মোড়কে ঢাকা ঘটনাপ্রবাহ শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অতি প্রবীণ রাজ্যবাসীও। পুলিশ কমিশনারের বাড়িতে বসে কথা বলতে চেয়েছিলেন সিবিআই কর্তারা। তাতে বাধা দেওয়া হয় তাঁদের।

বিরোধীদের সমর্থন পাচ্ছেন মমতা, আজ আসতে পারেন অনেকে

উত্তেজনার পারদ চড়ছিল শনিবার থেকেই। চিটফান্ড কেলেঙ্কারীর তদন্তের জন্য স্বয়ং পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারে সিবিআই, এমন খবর শুনেই নড়েচড়ে বসেছিলেন সকলে।

যতক্ষণ না দেশ সুরক্ষিত হচ্ছে ততক্ষণ এই সত্যাগ্রহ চলবেঃ মমতা

রবিবার রাত আটটার পর ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। তারপরই তাঁকে সমর্থন করতে আরম্ভ করেন দেশের প্রায় সকল বিরোধী নেতা। রবিবার রাতে টুইট করে ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বলেন, গণতন্ত্রের ঘোর অন্ধকারের দিন আজ। গণতন্ত্র বাঁচাতে ফাসিস্ত বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই মনে রাখবে গোটা দেশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.