সারদা কাণ্ডের প্রথম থেকেই কুনাল ঘোষের নাম জড়িয়েছে গিয়েছে ।
হাইলাইটস
- সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশ নিতে এখন মেঘালয়ের শিলংঙে আছেন কুণাল
- সেখান থেকেই সোমবার সকালে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন তিনি
- দয়া করে রাজনীতিকে তদন্তের সঙ্গে জড়িয়ে দেবেন নাঃ কুয়াণ
শিলং: চিটফান্ড কাণ্ডের তদন্ত সঙ্গে রাজনীতিকে কোনও ভাবেই জড়িয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশ নিতে এখন মেঘালয়ের শিলংঙে আছেন কুণাল। সেখান থেকেই সোমবার সকালে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন তিনি। তাতে তিনি লিখেছেন "চিটফান্ড কাণ্ডে তদন্তের অঙ্গ হিসেবে কিছু ঘটনা ঘটছে। দয়া করে রাজনীতিকে এর সঙ্গে জড়িয়ে দেবেন না"। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন কুণাল। তাঁর দাবি তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এখন যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলি আগেই করা প্রয়োজন ছিল। অনেক দেরি হয়েছে। কিন্তু তবু যে এই কাজগুলো হচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ।
দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে চন্দ্রবাবুর অনশনকে সমর্থন জানালেন মমতা
একই সঙ্গে তিনি বলেন "সিবিআই বা অন্য কোনও তদন্ত সংস্থার সমালোচনা করা যেতেই পারে কিন্তু তাঁদের কাজটা করতে দিতে হবে। তদন্তে সহযোগিতার কথা বলতে গিয়ে কুণাল সদ্য সক্রিয় রাজনীতিতে পা রাখা প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে টেনে আনেন। তিনি লেখেন "প্রিয়াঙ্কার একটি ভূমিকা দেখে ভাল লাগছে। তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা গুলির অপব্যবহারের কথা বললেও নিজেই স্বামী রবার্ট বঢরাকে ইডি দফতরে পৌঁছে দিয়েছেন"।
দাদা রাহুলকে সঙ্গে নিয়ে লখনউতে রোড শো শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী
সারদা কাণ্ডের প্রথম থেকেই কুণাল ঘোষের নাম জড়িয়েছে গিয়েছে । তিনি নিজে অবশ্য তিনি প্রথম থেকেই দাবি করে এসেছেন কর্মী হিসেবে সারদার সঙ্গে তিনিও জড়িত ছিলেন। সংস্থার মিডিয়া ছাড়া অন্য ব্যবসার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। কিন্তু তদন্তে প্রথমে রাজ্য সরকারের সিট এবং পরে সিবিআই এফআইআরে কুণালের নাম উল্লেখ করে। সিট তাকে গ্রেফতার করে। তদন্ত ভার হাতে নিয়ে কুণালকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। তদন্ত প্রক্রিয়ার প্রথম দিকেই কুণাল বলেন, রাজ্য সরকারের সিট ঠিকভাবে তদন্ত করছে না। সিবিআইকেও একই কথা বলেছেন তিনি। শুধু মৌখিক বয়ান নয়, ৯১ পাতার একটি চিঠিও লিখেছেন। দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের ভূমিকা সমালোচনাও শোনা গিয়েছে তাঁর কন্ঠে ।