हिंदी में पढ़ें
This Article is From Nov 09, 2019

Tulsi Benefits: কেন ঘরে তুলসীগাছ থাকা দরকার, জানেন?

ঘরে একটি তুলসী গাছ মানেই নেগেটিভ এনার্জি সরে পজিটিভ এনার্জির আগমন। তাই প্রাচীন যুগ থেকে সব বাড়িতে তুলসী গাছ রেখে তার পুজো করা হয়।

Advertisement
Lifestyle Edited by

বহুগুণা তুলসী

নয়া দিল্লি:

তুলসী বহুগুণা। সর্দিকাশি কমানোর পাশাপাশি তুলসী রোগ-জীবাণু মারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঘরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে পজিটিভ এনার্জি আনে। এই জন্যেই প্রাচীন যুগ থেকে তুলসীর (Tulsi) বিশেষ আদরকদর হিন্দু ঘরে এবং হিন্দু পুরাণে। আজ জেনে নিন, কতভাবে আমাদের রোজের জীবনে উপকারে (Benefits) লাগে তুলসীগাছ---

নিঃশব্দ ঘাতক উচ্চ রক্তচাপ, নিয়মিত Blood Pressure মাপেন তো?

 
নেগেটিভ সরিয়ে পজিটিভ 

Advertisement

ঘরে একটি তুলসী গাছ মানেই নেগেটিভ এনার্জি সরে পজিটিভ এনার্জির আগমন। তাই প্রাচীন যুগ থেকে সব বাড়িতে তুলসী গাছ রেখে তার পুজো করা হয়।

কানের সমস্যা কমায়

Advertisement

কানের ব্যথা কমাতে দিনে দু-বার তুলসী তেল দু-ফোঁটা করে দিলে আরাম পাবেন। 

মশা-মাছি হবে দূর

Advertisement

কীটনাশক হিসেবেও তুলসী গাছের তেল অতি পরিচিত। তাই অনেকেই জলের সঙ্গে তুলসীর তেল মিশিয়ে নর্দমা বা ঘরে ছেটান।

পরিবেশ বান্ধব

Advertisement

তুলসী ঘরে থাকা মানেই ঘরে অক্সিজেনের প্রাচুর্য। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে।  তাই ঘরে তুলসী গাছ থাকা জরুরি।

আস্থা থাক আয়ুর্বেদে... দূষণ দূরে আদা, গুড়, হলুদ, ঘিয়ে

Advertisement

সর্বরোগ হরে তুলসী

চায়ে তুলসীপাতা ফুটিয়ে খেলে সর্দি-কাসি কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গরম জলে তুলসীপাতা আর এলাচ দিয়ে ফুটিয়ে খেলে রক্ত শোধিত হয়। 

কিডনির পাথর কমায়

জলে তুলসীপাতা ফুটিয়ে, ছেঁকে তাতে মধু মিশিয়ে ঈষদুষ্ণ অবস্থায় নিয়মিত খেলে কিডনির পাথর মূত্রের সঙ্গে বেরিয়ে যায়।  

দাঁতের ব্যথা কমাতে অব্যর্থ

গোলমরিচ আর তুলসীপাতা একসঙ্গে বেটে গোলাকার বড়ির মতো বানিয়ে শুকিয়ে নিন। দাঁতে ব্যথা শুরু হলেই জিভের নীচে এই একটি গুলি রেখে দিলেই ব্যথা কমবে নিজে থেকেই।

Advertisement