Read in English
This Article is From Apr 26, 2019

হাওয়াপূর্ণ কাচের টানেল থেকে ইন্ডোর স্কাইডাইভিং, জানেন সেটা কী

ইউরো নিউজের মতে প্লেন থেকে লাফিয়ে পড়আর বদলে প্রতিযোগীদের কাচের দেওয়ালযুক্ত হাওয়াপূর্ণ টানেল থেকে লাফ মারতে হয়।

Advertisement
অফবিট

হাওয়াপূর্ণ টানেলে প্রতিযোগীরা

Highlights

  • হাওয়াপূর্ণ কাচের টানেল থেকে ইন্ডোর স্কাইডাইভিং-এর চ্যাম্পিয়নশিপ হল
  • এ বছর ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাটির
  • আমেরিকা এবং ফ্রান্স সর্বোচ্চ সংখ্যক পুরষ্কার জিতেছে

সম্প্রতি আয়োজিত হয়েছিল ২০১৯ সালে এফএআই ওয়ার্ল্ড ইন্ডোর স্কাইডাইভিং চ্যাম্পিয়নশিপ। সেখানে আমেরিকা এবং ফ্রান্স বেশিরভাগ পুরষ্কার জিতে নিয়েছে। চ্যাম্পিয়নশিপে প্রায় ৩১টি দেশের ৩০০ ইন্ডোর স্কাইডাইভার যোগদান করেছিলেন। কিন্তু আপনি কী জানেন ইন্ডোর স্কাইডাইভিং আসলে কী? আমরা বেশিরভাগই প্লেন থেকে লাফিয়ে পড়ে যে স্কাইডাইভিং হয় তার কথা জানি। এই গেমস তার থেকে একেবারেই আলাদা।

এই শৌচাগারে ঢুকলেই, সামুদ্রিক কচ্ছপ আর মাছেদের খপ্পরে পড়বেন আপনি, দেখুন

ইউরো নিউজের মতে প্লেন থেকে লাফিয়ে পড়আর বদলে এফএআই ওয়ার্ল্ড ইন্ডোর স্কাইডাইভিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া প্রতিযোগীদের কাচের দেওয়ালযুক্ত হাওয়াপূর্ণ টানেল থেকে লাফ মারতে হয়। তাদের অনেকগুলো সুযোগ দেওয়া হয়। তারপরে সবটা দেখে বিচার করা হয়। ওই টানেলের মধ্যে ভীষণ জোরে বাতাস বইতে থাকে।

Advertisement

প্রতিযোগীরা একক ভাবে বা দুই-চার জনের দলগত ভাবে অংশগ্রহণ করেন। প্রত্যেকে ৪৫ সেকেন্ড করে সুযোগ পান।

২০১৯ সালের এফএআই ওয়ার্ল্ড ইন্ডোর স্কাইডাইভিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের লিলি শহরে। সেখানে ওয়েম্বি উইন্ড টানেলে প্রতিযোগিতা হয়েছে। এই টানেলটি বিশ্বের অন্যতম বড় উইন্ড টানেল।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement