This Article is From Sep 04, 2018

জুনিয়র চিকিৎসককে মারধরের প্রতিবাদ

রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির আউটডোরে চিকিৎসা পরিষেবা ব্যহত হওয়ার আশাঙ্কা।

জুনিয়র চিকিৎসককে মারধরের প্রতিবাদ

এই ঘটনায় আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি  করেছে  আইএমএ- র রাজ্য শাখা।

কলকাতা:

রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির আউটডোরে চিকিৎসা পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা। দিন দুয়েক আগে সিএমআরআইয়ের জুনিয়র চিকিৎসক অন্ধ্রপ্রদেশের বাসিন্দা শ্রীনিবাস গেদ্দামকে মারধরের অভিযোগ ওঠে যাদবপুর থানার ওসির বিরুদ্ধে। হাসপাতালে  চিকিৎসার চলার সময়    পুলককুমার দত্ত নামে ওই ওসি শ্রীনিবাসকে মারধর করেন বলে খবর। আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছন শ্রীনিবাস। এই ঘটনায় অভিযুক্ত ওসির বিরুদ্ধে  এখনও কোনও ব্যবস্থা না হওয়ায় সোমবার প্রতিবাদে সরব হল চিকিৎসকদের ছটি সংগঠন।

তাদের দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে বড় ধরনের আন্দোলন শুরু হবে। বেসরকারি হাসপাতালে আউটডোরে পরিষেবা দেওয়া হবে না। পাশাপাশি সরকারি হাসপাতালেও চিকিৎসকরা কালো ব্যাচ পরে ডিউটি করবেন। এই ঘটনায় আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি  করেছে  আইএমএ- র রাজ্য শাখা। এবার সরব হল আরও কয়েকটি সংগঠন।           

.