Read in English
This Article is From Jul 26, 2018

কিডনিতে ৩০০০ স্টোন, সফল অস্ত্রোপচার চিনে

গিনেস রেকর্ড অনুযায়ী মহারাষ্ট্রের এক ব্যক্তির কিডনি থেকে 1,72,155 স্টোন বের করা হয়েছিল।

Advertisement
অফবিট

এক ঘণ্টা সময় লেগেছিল সমস্ত পাথর গুনতে

চিন:

সাধারণ কোমরে ব্যথা, জ্বর। এই নিয়েই ডাক্তারদের শরণাপন্নহয়েছিলেন বছর  56র এক মহিলা। চিকিৎসা শুরু করার আগে বিভিন্ন পরীক্ষা করাতে গিয়েই চোখ ছানাবড়া ডাক্তারদের। ওই মহিলার  ডান কিডনিতে থিকথিক করছে পাথর। দশ বারোটা বা একশো দু’শো না প্রায় তিন হাজার কিডনি স্টোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা!

এমনই ঘটেছে চিন দেশে। চিনের জিয়াংসু প্রদেশের চ্যাংজউ এলাকার উওজিন হাসপাতালে অপারেশন করা হয়েছে ঝ্যাং নামের ওই মহিলার। চিকিৎসকেরা জানাচ্ছেন, কয়েক সপ্তাহ ধরে কোমরের নীচের দিকে ব্যথা আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ঝ্যাং। তারপরেই পরীক্ষা করে ডাক্তাররা দেখেন প্রায় 3000 পাথর রয়েছে ডান কিডনিতে।

মডার্ন এক্সপ্রেসের খবর অনুযায়ী, কিডনির পাথর সফল ভাবেই বাদ দিতে পেরেছেন চিকিৎসকেরা। এর পর প্রায় এক ঘণ্টা সময় লাগে কতগুলি পাথর ছিল তা গুনতে। হিসেব করে দেখা যায় 2980 টি পাথর ছিল মহিলার কিডনিতে। ঝ্যাং নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এতগুলি স্টোন ছিল তাঁর শরীরে।

Advertisement

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, ভারতের মহারাষ্ট্রের ধনরাজ ওয়াদাইলের শরীর থেকে সর্বোচ্চ  1,27,155 টি পাথর অপারেশন করে বের করা হয়েছিল।

Advertisement