গত ১ মার্চ তাঁর নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অর্ঘ্য বসুর (Arghya Basu) দেহ
কলকাতা: মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করলেন কলকাতার একজন তথ্যচিত্র নির্মাতা (documentary filmmaker)। তিনি নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে জীবন শেষ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ আরও জানিয়েছে ৪৮ বছর বয়সী ওই তথ্যচিত্র নির্মাতার বাড়ি এলাকার প্রতিবেশীরা জানান বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।
৫০ বছর পূর্ণ করল দেশের প্রথম উচ্চগতির ট্রেন হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
কলকাতা পুলিশের একজন কর্মকর্তা জানান, মৃত পরিচালকের নাম অর্ঘ্য বসু (Arghya Basu)। কলকাতার সন্তোষপুর এলাকার বাসিন্দা তিনি। গত ১ মার্চ তাঁর নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। পুলিশ জানিয়েছে, কোনও স্যুইসাইড নোট বা কোনও চিঠি কিছুই পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।
চিতার কামড়ে জখম এক ব্যক্তি ও তিনটি কুকুর, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
কেন ডিপ্রেশনে ভুগছিলেন এই চলচ্চিত্র নির্মাতা? সূত্রের খবর বেশ ক্মিছুদিন ধরেই যৌন হেনস্থার একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালিখি চলছিল। সেই হেনস্থার অভিযোগের আঙুল ওঠে অর্ঘ্য বসুর দিকে। সোশ্যাল মিডিয়াতে হয়রানির শিকার হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)