This Article is From Apr 02, 2020

কুকুরও পরল মাস্ক! ‘‘এ পারলে আপনারা কেন নন?'': ভিডিও শেয়ার করে আইপিএস

ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুরকে। তার মুখে লাগানো রয়েছে মাস্ক। ভিডিওটি শেয়ার করে পঙ্কজ লেখেন, ‘‘যদি এ পারে, তাহলে আপনারা কেন পারবেন না?''

কুকুরও পরল মাস্ক! ‘‘এ পারলে আপনারা কেন নন?'': ভিডিও শেয়ার করে আইপিএস

করোনা থেকে বাঁচতে কুকুরের মুখেও মাস্ক।

হাইলাইটস

  • কুকুরের মাস্ক পরা ভিডিও শেয়ার করলেন হরিয়ানার আইপিএস
  • সকলকে লকডাউনে সতর্ক থাকার বার্তা দিতেই শেয়ার করলেন ভিডিওটি
  • দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। দেশে করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদি (PM Modi) ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু অনেকেই এখনও যেন বুঝতে পারেননি পরিস্থিতির গাম্ভীর্য। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশকে অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এমনকী, মুখে মাস্কও লাগানো নেই তাঁদের। এই ধরনের মানুষদেরই বুঝি বার্তা দিতে হরিয়ানার আইপিএস পঙ্কজ নৈন একটি ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুরকে। তার মুখে লাগানো রয়েছে মাস্ক। ভিডিওটি শেয়ার করে পঙ্কজ লেখেন, ‘‘যদি এ পারে, তাহলে আপনারা কেন পারবেন না?''

করোনা সচেতনতা বাড়াতে নিজের ঘোড়াকে রাঙিয়ে চমকে দিলেন পুলিশ কর্মী

তিনি আরও লেখেন, ‘‘নিজেদের সুরক্ষার সঙ্গে সঙ্গে অন্যদের সুরক্ষার দিকেও নজর দিন।''

এর আগেও লকডাউন অমান্যকারীদের জন্য ভিডিও শেয়ার করেছেন পঙ্কজ। সেই ভিডিওটি খুবই চাঞ্চল্য ফেলে দিয়েছিল।

কোভিড-১৯-এর সংক্রমণে এখনও পর্যন্ত ২৩৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত ৬৯। সুস্থ হয়ে গিয়েছে ১৮১ জন। হরিয়ানায় এখনও পর্যন্ত ৪৯ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু কেউ মারা যাননি।

Click for more trending news


.