Read in English
This Article is From Mar 23, 2020

মহানন্দে সাঁতার কেটে পালন জনতা কার্ফু! ডলফিনের জলকেলিতে মন ভালো নেটবিশ্বের

করোনা আতঙ্কের মধ্যেও একটুকরো খুশি। মুম্বই (Mumbai) সমুদ্রের তীরে উলটে পালটে মনের আনন্দে সাঁতার কাটছে একদল ডলফিন।

Advertisement
অফবিট Edited by

সাগর জলে সিনান করে.....

মুম্বই:

করোনা আতঙ্কের মধ্যেও একটুকরো খুশি। মুম্বই (Mumbai) সমুদ্রের তীরে উলটে পালটে মনের আনন্দে সাঁতার কাটছে একদল ডলফিন। এই ভিডিও সোশ্যালে জুহি চাওলা শেয়ার করতেই ভাইরাল। করোনাতঙ্ক (Coronavirus) শিকেয় তুলে আপাতত নেটিজেনরা ঝাঁপিয়ে পড়ে দেখছেন ডলফিনদের (Dolphin) স্নান। অনেকেই বলছেন, করোনা ভয়ে জেলেরা আর মাছ ধরতে যাচ্ছেন না। সেই সুযোগে জলকেলিতে মত্ত ডলফিনরা! অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla) টুইটারে জানিয়েছেন, "দেখে মনে হচ্ছে ডলফিনগুলি উপকূলের খুব কাছেই ..."

দক্ষিণ মুম্বইয়ের আরব সাগরের উপকূলের এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, দলবেঁধে জল ছিটিয়ে সাঁতার কাটছে ডলফিনেরা। যা দেখে জনৈক নেট নাগরিক শৌনক মোদি লেখেন, মন ভালো করে দিচ্ছে এই ভিডিও। গত কয়েক বছর ধরে এদের প্রায়ই দেখা যাচ্ছে। প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংস্থা কোস্টাল কনজার্ভেশন ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা শৌনক। জলজীবদের পরিসংখ্যান নিয়ে সমীক্ষা করেন তিনি।

৫ মিনিট করতালি কাগজ কুড়ানিরও! হরভজন সিং টুইটে বললেন.....

Advertisement

অন্য তত্ত্ব অনুসারে, কোভিড -১৯-এর প্রতি ক্রমবর্ধমান উদ্বেগের কারণে গত কিছু দিন ধরে রাজ্য উপকূলরেখা কোনও বড় মাছ ধরার তৎপরতা দেখা যায়নি। এবং জেএনপিটি-র মত বন্দরে বড় বড় জাহাজ চলাচলও সীমিত। ফলে, মুম্বই উপকূলে ডলফিনদের এখন উৎসব!

Advertisement